আজকাল ওয়েবডেস্ক: দুর্দান্ত ভাবে ২০২৪ সাল শেষ করলেন বুমরা। ১৩টি টেস্টে ৭১টি উইকেট।
বুমরা রেকর্ড গড়েছেন মেলবোর্নে। ট্রাভিস হেডকে ফিরিয়ে দিয়ে ২০০-তম টেস্ট উইকেটের মালিক হন ভারতের তারকা পেসার। তাঁর গড় কুড়িরও কম। এই রেকর্ড কোনও বোলারেরই নেই এযাবৎ। বুমরার গড় ১৯.৫৬। ২০০ উইকেট নেওয়ার পথে ক্যারিবিয়ান পেসার জোয়েল গারনারের গড় ছিল ২০.৩৪।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ৪টি টেস্টে ৩০ উইকেট নিয়েছেন ভারতের তারকা পেসার। টেস্ট ক্রিকেটে ২০১৩ সালের পর এই প্রথম কোনও পেসার এক সিরিজে ৩০ উইকেট নিলেন।
দুর্দান্ত এই বোলিং গড়ে বুমরা ছাপিয়ে গেলেন ম্যালকম মার্শাল (৩৭৬ উইকেট, গড় ২০.৯৪), গারনার (২৫৯, গড় ২০.৯৭) এবং কার্টলি অ্যামব্রোজকে (৪০৫, গড় ২০.৯৯)। এঁদের মধ্যে একমাত্র বুমরার গড় কুড়ির নীচে। টেস্ট ইতিহাসে এর আগে কোনও বোলারই এত কম গড়ে ২০০ উইকেট নিতে পারেননি।
ভারতীয় তারকা বোলারের আগে এক ক্যালেন্ডার ইয়ারে ৭০-এর বেশি উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেন।
২০০৮ সালে ১৩টি টেস্টে ৭৪টি উইকেট নিয়েছিলেন তিনি।
২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন নিয়েছিলেন ৭২টি উইকেট। ২০১৩-১৪ মরশুমের অ্যাশেজে ৫টি টেস্টে ৩৭ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার মিচেল জনসন।
এবার বুমরা নিলেন ৭১টি উইকেট।
