আজকাল ওয়েবডেস্ক: ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন জানিক সিনার। বলতে গেলে বন্ধুকে হারিয়েই শেষ চারে গেলেন সিনার। ডেভিস কাপে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন। কিন্তু সেই বন্ধু কোর্টের উল্টো দিকে থাকলে দয়ামায়া দেখাতে রাজি নন তা বুঝিয়ে দিলেন জানিক সিনার। স্বদেশি লোরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে উঠে গেলেন ইউএস ওপেনের সেমিফাইনালে। সিনার জিতেছেন ৬–১, ৬–৪, ৬–২ গেমে। মেয়েদের বিভাগে শেষ চারে উঠেছেন নাওমি ওসাকা। ছিটকে গিয়েছেন দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক। ভারতীয়দের মধ্যে, ডাবলস সেমিফাইনালে উঠেছেন ইউকি ভাম্বরি।
 
 কোনও গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে এই প্রথম দুই ইতালিয় মুখোমুখি হয়েছিলেন। সেখানে আগাগোড়া সিনারের দাপটই দেখা গেল। বিশ্বের এক নম্বর খেলোয়াড় হার্ডকোর্টে টানা ২৬টি ম্যাচ জিতলেন। গত বারের ইউএস ওপেন ছাড়াও এ বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ কানাডার ফেলিক্স অগার আলিয়াসিমে। অপর সেমিফাইনালে জকোভিচের সামনে আলকারাজ। 
আরও পড়ুন: বিসিসিআইয়ের মাথায় হাত, আইপিএলে জিএসটি বসল ৪০ শতাংশ
 
 প্রসঙ্গত, গত বারের ইউএস ওপেন থেকে প্রতিটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন সিনার। এবার শেষ চারে সিনার যাঁর বিরুদ্ধে খেলবেন, সেই আলিয়াসিমে চার বছর পর ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন। ২০২১ সালে শেষ বার উঠেছিলেন। কোয়ার্টারে আলিয়াসিমে ৪–৬, ৭–৬, ৭–৫, ৭–৬ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই আলেক্স ডি’মিনাউরকে। এর আগে তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভকে ছিটকে দিয়েছিলেন তিনি।
 
 মহিলা সিঙ্গলসে প্রত্যাশিত ভাবেই সেমিফাইনালে উঠে গেলেন নাওমি ওসাকা। ক্যারোলিনা মুচোভাকে হারিয়েছেন ৬–৪, ৭–৬ গেমে। গোটা ম্যাচে মুচোভা যত বার সমস্যায় ফেলেছেন, তত বারই নিজের সেরাটা বার করে এনেছেন ওসাকা। টানা তৃতীয় বার নিউ ইয়র্কে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে নেমেছিলেন মুচোভা। তবে সেই আশা শেষ হয়ে গেল ওসাকার সামনে।
আরও পড়ুন: কোন মন্ত্রে ২০ কেজি ওজন কমালেন রোহিত শর্মা? জেনে নিন রোহিতের ডায়েট চার্ট ...
 
 তবে শিয়নটেকের বিদায় অঘটনই বলা চলে। তিনি আমান্ডা আনিসিমোভার কাছে ৪–৬, ৩–৬ গেমে হেরেছেন। আমেরিকার আরও একজন মহিলা খেলোয়াড় ইউএস ওপেন জেতার দিকে এগিয়ে যাচ্ছেন। কিছু দিন আগেই উইম্বলডন ফাইনালে এই আনিসিমোভাকে ৫৭ মিনিটে ৬–০, ৬–০ উড়িয়ে দিয়েছিলেন শিয়নটেক। নিউ ইয়র্কে তারই প্রতিশোধ নিলেন আনিসিমোভা।
 
 চার বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিয়নটেক চলতি বছরের শুরু থেকে একের পর এক ম্যাচ খেলে চলেছেন। অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেনের সেমিফাইনালে খেলেছিলেন। উইম্বলডন জিতেছিলেন। ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে থামল দৌড়। 
আরও পড়ুন: সুহেলের দুরন্ত গোল, বাহরিনকে উড়িয়ে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্ব শুরু করল ভারত...
 
 এদিকে, প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নের দিকে আরও এক ধাপ এগোলেন ভাম্বরি। সতীর্থ মাইকেল ভেনাসকে নিয়ে কোয়ার্টার ফাইনালে তিনি ৬–৩, ৬–৭, ৬–৩ গেমে হারালেন ১১তম বাছাই রাজীব রাম–নিকোলা মেটকিচের জুটিকে। প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন তিনি। 
