আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষ পর্যন্ত বাতিলই করে দিল আয়ারল্যান্ড।
এই বছর আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আইরিশদের। তারাই এখন সিরিজ খেলা থেকে বিরত থাকছে। জানিয়ে দিচ্ছে আর্থিক কারণের জন্য এই সিরিজ খেলা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
তবে এর পিছনে রাজনৈতিক কারণ নেই। অর্থনৈতিক কারণই প্রধান বলে জানিয়েছেন ক্রিকেট আয়ারল্যান্ডের চিফ একজিকিউটিভ ওয়ারেন ডিউট্রম। তিনি বলেন, ''আর্থিক কারণের জন্যই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজটি আর হচ্ছে না।''
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। কিন্তু মাঠের বাইরের ঘটনায় রশিদ খানরা বিধ্বস্ত। ২০২১ সালে তালিবান সরকার দেশের দায়িত্ব গ্রহণের পরে নারীদের খেলাধুলো-লেখাপড়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মানবাধিকার লংঘনের জন্য অস্ট্রেলিয়া-ইংল্যান্ড রশিদ খানদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়ানোর আগে ইংল্যান্ডের পার্লামেন্টে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচ বয়কটের দাবি জোরালো হয়েছিল।
আফগানিস্তানের বিরুদ্ধে আর্থিক কারণে আয়ারল্যান্ড সিরিজ না খেললেও মে ও জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আইরিশরা। সেপ্টেম্বরে আয়ারল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।
