আজকাল ওয়েবডেস্ক: তাজিকিস্তানকে হারিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করেছিল খালিদ জামিলের ভারত। নেশনস কাপে সোমবার প্রবল প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধে থেমে গেল ভারতের দৌড়। প্রথমার্ধে দাঁত চেপে লড়াই চালিয়েছিলেন খালিদের ছেলেরা। কিন্তু দ্বিতীয়ার্ধে হিসেবে গরমিল হয়ে যায়।
ইরান যে শুরু থেকে ম্যাচের উপরে প্রাধান্য বিস্তার করবে তা জানাই ছিল। সিংহভাগ বল তাদের নিয়ন্ত্রণে থাকবে তাও জানাই ছিল। সেই কারণে প্রথমার্ধে ডিফেন্স ভারী করে খেলছিল ভারত। খালিদের সেই স্ট্র্যাটেজি খেটে গিয়েছিল প্রথমার্ধে। ইরান একের পর এক আক্রমণ শাণালেও ভারতের রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। ভারতের ডিফেন্ডাররা ছিলেন সতর্ক। গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুও নির্ভরতা দেন বারের নীচে।
আরও পড়ুন: এবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলেও ক্রিকেট প্রশাসনে, চলে এল সেই পরিবারতন্ত্র ...
ফিফার ক্রমতালিকায় ইরান ২০ নম্বর। ভারত ১৩৩ নম্বরে। প্রথমার্ধে খালিদ জামিলের ছেলেদের মধ্যে দেখা যায়নি ভয়ডর। সেয়ানে সেয়ানে লড়ে যান তারা। কিন্তু দলটা তো ইরান। ধারে ও ভারে অনেক এগিয়ে। শেষমেশ প্রবল প্রতিপক্ষ ইরানের কাছে ৩-০ গোলে হার মানল ভারত। যদিও বিরতির সময় খেলার ফল ছিল ০-০। দ্বিতীয়ার্ধে ম্যাচ জিতে নেয় ইরান।
গোটা প্রথমার্ধ জুড়ে ইরানের দাপট ছিল। বল পজেশন ছিল বেশি। ভারতের ছেলেরা দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছে। ইরানকে বিপজ্জনক হতে দেয়নি এক মুহূর্তের জন্যও। সুযোগের অপেক্ষায় ছিল ভারত। কাউন্টার অ্যাটাকে ইরানের গোলমুখে আক্রমণ তুলে আনছিল ভারত। কিন্তু সেই আক্রমণগুলো ফুল হয়ে ফুটতে পারেনি। সদ্য দায়িত্ব নিয়েছেন খালিদ। আগামিদিনে তাঁর কোচিংয়ে নিশ্চয় আরও উন্নতি করবেন ছেলেরা।
দ্বিতীয়ার্ধে ইরান ভারতের রক্ষণের ভুলে এগিয়ে যায় ইরান। খেলার বয়স তখন ৫৯ মিনিট। বক্সের বাইরে থেকে ইরানের ফুটবলারের ভাসানো বল বিপন্মুক্ত করতে পারেননি রাহুল বেকে। সুযোগ কাজে লাগিয়ে গোল করে যান আমির হোসেন। ইরানের হয়ে দ্বিতীয় গোলটি করেন আলি। তৃতীয় গোলটি করেন মেহেদি তারেমি। তিনি অবশ্য পরিবর্ত হিসেবে নেমেছিলেন।
এদিন যে কোনও মুহূর্তে থেমে যেতে পারত খালিদের দলের লড়াই। সেই অর্থে তারকাহীন দল নিয়ে খালিদ জামিলের দলের এই পারফরম্যান্স কিন্তু মনে রাখার মতো। কাফা নেশনস কাপে ভারতের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। সেই ম্যাচে খালিদের দল নিশ্চয় আক্রমণাত্মক ফুটবল তুলে ধরবে।
আরও পড়ুন: ডার্বির নায়ক দিমিকেই ছাঁটাই করল ইস্টবেঙ্গল, বড় ঘোষণা লাল-হলুদের
