আজকাল ওয়েবডেস্ক: ডার্বি জিতিয়েছিলেন তিনি। ইস্টবেঙ্গল ভক্তদের কাছে তিনি হয়ে গিয়েছিলেন দিমি-গড। সেই দিয়ামান্তাকোসের সঙ্গে সম্পর্ক ছিন্ন  করল ইস্টবেঙ্গল। সোমবার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিল লাল-হলুদ। ডার্বির নায়ক আচমকাই ছাঁটাই হওয়ায় অবাক সমর্থকরাও। 

ডুরান্ড কাপের ডার্বিতে গ্রিক-স্ট্রাইকার জোড়া গোল করে জিতিয়েছিলেন ইস্টবেঙ্গলকে। কিন্তু ডুরান্ড কাপের সেমিফাইনালে একাধিক গোল নষ্ট করেন তিনি। সদ্যই সন্তানের বাবা হয়েছেন। তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। তখনই দিমি-বিদায়ের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল। এদিন ইস্টবেঙ্গল সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিল দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে দিমিকে  ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতোই। 

আরও পড়ুন: অস্ত্রোপচারের পরেও হারিয়ে যাননি, শতরান করে বুঝিয়ে দিলেন এই ক্রিকেটার...

?ref_src=twsrc%5Etfw">September 1, 2025

কেরল ব্লাস্টার্সের জার্সিতে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন দিয়ামান্তাকোস। তদানীন্তন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ব্যক্তিগত ভাবে কথা বলেছিলেন গ্রিক তারকার সঙ্গে। স্প্যানিশ কোচ কুয়াদ্রাতের কথাতেই দিয়ামান্তাকোস এসেছিলেন লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে। এদিকে কার্লেস কুয়াদ্রাত-জমানা শেষ হয়ে গিয়েছে আগেই। ইস্টবেঙ্গলে প্রাক্তন তিনি। দিমিকে হয়তো মরশুমের শুরুতেই ছেড়ে দিত ইস্টবেঙ্গল। কিন্তু সেই সময়ে চুক্তি সংক্রান্ত জটিলতার জন্য দিমিকে ছাড়া সম্ভব হয়নি। সময় নেওয়া হচ্ছিল। 

গত মরশুমে দিমি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। একাধিক গোল নষ্ট করেছিলেন। নতুন মরশুমেও তাঁর কাছ থেকে প্রত্যাশা বাড়ছিল। বিশেষ করে ডুরান্ড কাপের ডার্বির পরে। কিন্তু ডায়মন্ড হারবারের বিরুদ্ধে সেমিফাইনালে গ্রিক তারকা একাধিক গোল নষ্ট করে বসেন। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ অন্য কিছু ভেবে রেখেছিলেন। তিনি দিমিকে নিয়ে আর এগোতে চাননি। সেই কারণেই দিমিকে ছেঁটে ফেলে দেওয়া হল।  

কিন্তু দিমিকে যে ছেড়ে দেওয়া হল, তাঁর পরিবর্তে কি নতুন কাউকে নেওয়া হবে? দিমির পরিবর্তে নতুন কোনও স্ট্রাইকার কি আসবেন লাল-হলুদে? এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেরকম কোনও খবর পাওয়া যায়নি। ইস্টবেঙ্গলের এখন একজন স্ট্রাইকার দরকার। মরোক্কান হামিদ আহদাদ রয়েছেন। তবে ডুরান্ড কাপে দেখা গিয়েছে তিনি ম্যাচ ফিট নন। ডার্বিতে ১৫ মিনিট মাঠে ছিলেন হামিদ আহদাদ। অস্কার তাঁকে তুলে নিতে বাধ্য হন। পরিবর্ত হিসেবে নেমেছিলেন দিয়ামান্তাকোস। অবশ্য মরশুমের শুরুতেই কিন্তু অস্কার ব্রুজোঁ স্থির করে ফেলেছিলেন তাঁর এগারো জনের দলে কোন চার জন বিদেশি খেলবেন। পরিবর্ত হিসেবে নামবেন দিমি, এটা একপ্রকার মরশুমের শুরুতেই স্থির হয়ে গিয়েছিল। ডুরান্ড কাপের পরে পরবর্তী টুর্নামেন্ট শুরু হতে হাতে কিছুক্ষণ সময় রয়েছে। দিয়ামান্তাকোসকে ছেড়ে দিয়ে নতুন কাউকে ইস্টবেঙ্গল নেয় কিনা, তা বলবে সময়। 

আরও পড়ুন: ভিড় নিয়ন্ত্রণে আসছে নতুন প্রোটোকল, বিসিসিআই এবং কর্ণাটক ক্রিকেটের সঙ্গে গভীর আলোচনার পর জানাল আরসিবি...