আজকাল ওয়েবডেস্ক: ২১ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল। ফাইনাল হবে ২৫ মে। প্রথম ম্যাচের বল গড়াবে ইডেন গার্ডেন্সে। ফাইনালও নন্দনকাননে।
শুরু ইডেনে। শেষও ইডেনে। এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছিল আইপিএল শুরু হবে ১৪ মার্চ। শেষ হবে ২৫ মে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আইপিএলের প্রথম ম্যাচে দিনক্ষণ বদলাল।
গতবছর জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের নিলামের আগে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল আইপিএল শুরু হবে ১৪ মার্চ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে ৯ মার্চ। সেই কারণেই হয়তো আরও পিছিয়ে যাচ্ছে আইপিএলের উদ্বোধনী ম্যাচ।
গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদ। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে ইডেনে। আর সানরাইজার্স হায়দরাবাদ আয়োজন করবে প্লে অফের দুটো ম্যাচ।
আইপিএলের সূচি এখনও জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। নতুন বোর্ড সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া। দিনকয়েকের মধ্যেই ঘোষণা করা হবে আইপিএলের সূচি।
