আজকাল ওয়েবডেস্ক: ৯ ইনিংসে পাঁচটি পঞ্চাশ। এই পরিসংখ্যানই বলছে, এবারের আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে তিনি বিদায় জানিয়ে ১১ মাস আগে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না মনে করেন, জাতীয় দল থেকে অনেক আগেই অবসর নিয়ে ফেলেছেন কোহলি।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বুধবার ৮টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন কোহলি। চলতি আইপিএলে কোহলির রান ৩৯২। তাঁর চেয়ে বেশি রান কেবল গুজরাট টাইটান্সের সাই সুদর্শনের। তাঁর রান ৪১৭।
গতবার ১৫ ইনিংসে পাঁচটি পঞ্চাশ ও একটি সেঞ্চুরিতে ৭৪১ রান করে ‘অরেঞ্জ ক্যাপ’ জিতেছিলেন কোহলি। এবারও সেই একই পথে এগোচ্ছেন তিনি। প্লে-অফে যাওয়ার লড়াইয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স।
রায়না বলেন, আমি এখনও মনে করি, বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তাড়াতাড়ি অবসর নিয়েছে। বর্তমানে যে ছন্দে খেলছে এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও যে ছন্দে ব্যাটিং করছিল, তা ২০২৬ সাল পর্যন্ত খেলতেই পারত।
