আজকাল ওয়েবডেস্ক: রবিবার আইপিএলের এল ক্লাসিকো। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের সামনে মুম্বই ইন্ডিয়ান্স।
এই ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্স পাচ্ছে না তাদের অভিজ্ঞ ক্রিকেটারকে। টানা দু'ম্যাচে জয়ের ফলে মুম্বই ইন্ডিয়ান্স ছন্দ খুঁজে পেয়েছে।
মুম্বইয়ের অভিজ্ঞ লেগ স্পিনার কর্ণ শর্মা প্রথমবার খেলতে নামেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে কর্ণ শর্মা তিন-তিনটি উইকেট নেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন তিনি।
ফিল্ডিংয়ের সময়ে তাঁর হাত কেটে যায়। সিএসকে-র সঙ্গে ম্যাচের আগে মিচেল স্যান্টনার জানান কর্ণ শর্মার হাতে কয়েকটা সেলাই পড়েছে। রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারবেন না তিনি।
স্যান্টনার সাংবাদিক বৈঠকে বলেন, ''কর্ণ শর্মার হাতে কয়েকটা স্টিচ পড়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে ও নামতে পারবে কিনা, সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে দেখে মনে হচ্ছে ক্ষত গভীর।''
