আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের এল ক্লাসিকোয় চেন্নাই সুপার কিংসকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। মহেন্দ্র সিং ধোনির দলকে ৯ উইকেটে ম্যাচ হারায় হার্দিক পাণ্ডিয়ার ছেলেরা। 

চেন্নাইকে ৫ উইকেটে ১৭৬ রানে আটকে রাখে মুম্বই। রান তাড়া করতে নেমে মুম্বই ১৫.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। রোহিত শর্মার ফর্ম নিয়ে চর্চা হচ্ছিল। ৪৫ বলে ৭৬ রানে অপরাজিত থেকে যান হিটম্যান। 

মুম্বইয়ের কাছে লজ্জাজনক হারের পরে চেন্নাই অধিনায়ক ধোনিকে হতাশ দেখায়। খেলা শেষ হওয়ার পরে দুই দলের ক্রিকেটাররা করমর্দন করার জন্য যখন সারিবদ্ধ দাঁড়াচ্ছেন, তখন দেখা যায় ধোনি আম্পায়ারের সঙ্গে উত্তেজিত ভাবে কথা বলছেন। 

 

?ref_src=twsrc%5Etfw">April 20, 2025

দু'জনের মধ্যে কী কথা হয়েছিল, তা অবশ্য জানা যায়নি। তবে দুজনের কথোপকথন নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল চর্চা শুরু হয়ে যায়। 

চলতি মরশুমে খারাপ সময় চলছে চেন্নাই সুপার কিংসের। পয়েন্ট টেবিলে সব চেয়ে নীচে তারা। ধোনি দায়িত্ব গ্রহণের পরও ম্যাজিক দেখাতে পারছেন না।