আজকাল ওয়েবডেস্ক: এটাই কি ধোনির সবচেয়ে দ্রুততম স্টাম্পিং? ৪৩-এর পুরুষসিংহ সূর্যকুমার যাদবকে স্টাম্পিং করে নতুন করে প্রশ্নের জন্ম দিলেন মহেন্দ্র সিং ধোনি। 
০.১২ সেকেন্ডে সূর্যের বেল উড়িয়ে দেন তিনি। সিএসকে-র স্পিনার নূর আহমেদের ডেলিভারিতে স্টেপ আউট করেছিলেন সূর্যকুমার। কিন্তু আফগান স্পিনারের বৈচিত্র্যে ঠকে যান মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। ক্রিজে ফেরার সময় পর্যন্ত পাননি তিনি। বল ধোনির হাতে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ধোনি বেল ফেলে দেন। ৪৩-এর ধোনি এখনও উইকেটের পিছনে সমান ক্ষিপ্র। পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও ধোনির ক্ষিপ্রতা আগের মতোই। 

ধোনিকে দেখে মুগ্ধ সবাই। ধারাভাষ্যকার ম্যাথু হেডেন বলছেন, ''আগুন ধরিয়ে দিল ধোনি। দুর্দান্ত স্টাম্পিং। কী দ্রুত বেল ফেলে দিল, এখনও দারুণ ক্ষিপ্র ধোনি, দৃষ্টি এখনও ভাল। এখনও ও পারে।'' 

 

?ref_src=twsrc%5Etfw">March 23, 2025

যাঁর বলে সূর্যকুমারের বেল তুলে নেন ধোনি, সেই নূর আহমেদ বলছেন, ''এমএসডি-র স্টাম্পিং ধরাছোঁয়ার বাইরের পৃথিবীর ব্যাপার। উইকেটের পিছনে মাহি ভাইয়ের উপস্থিতি এককথায় দুর্দান্ত। আমি দারুণ সাহায্য পাচ্ছি।'' 

শুধুমাত্র স্টাম্পিং নয়, দলের ফিল্ডিং সাজিয়ে দেওয়া, বোলারকে পরামর্শ দেওয়া, ম্যাচ রিডিংয়ে ধোনি এখনও ধরাছোঁয়ার বাইরের পৃথিবীর বাসিন্দা।