আজকাল ওয়েবডেস্ক: কে বলল আইপিএল কেবলই এক ক্রিকেটের মহাযজ্ঞ। এই মেগা ইভেন্ট তো মহামিলনের মহোৎসবও। 

চিপকে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ চলাকালীন ধোনির সঙ্গে দেখা হয়ে যায় প্রিয় বন্ধুর। তাঁকে দেখেই দূর থেকে ছুটতে ছুটতে চলে আসেন সিএসকের প্রাণভোমরা। 

কাকে দেখে ছুটে এলেন ধোনি? তিনি সুরেশ রায়না। ম্যাচের বল গড়ানোর আগে ওয়ার্ম আপ করছিলেন ধোনি। সঙ্গে ছিলেন সিএসকে-র এক স্টাফ। 

সুরেশ রায়না এখন পুরোদস্তুর ধারাভাষ্যকার। তিনি মাঠের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাচ্ছিলেন ধারাভাষ্যের কাজে। সেই সময়ে দেখা হয়ে যায় পুরনো বন্ধুর সঙ্গে। 

বন্ধু রায়নাকে দেখে জড়িয়ে ধরেন ধোনি। তার পর গল্পে মেতে ওঠেন। দুই বন্ধুর মিলনান্তক দৃশ্যের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 

একসময়ে ধোনির চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলতেন সুরেশ রায়না। ফের দুই বন্ধুর সাক্ষাৎ হল চিপকে। 

 

?ref_src=twsrc%5Etfw">March 29, 2025

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অবশ্য হার মানতে হয় চেন্নাই সুপার কিংসকে। ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে শুরু হয় চর্চা। ব্যাটিং অর্ডারে নিজেকে ৯ নম্বরে নিয়ে যান ধোনি। তাঁর ব্যাট থেকে চার-ছক্কা বর্ষিত হয়। আর তা দেখার পরই ক্রিকেটভক্তরা প্রশ্ন তুলছেন, ধোনি কেন এত নীচে ব্যাটিং করবেন? 

রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ চেন্নাইয়ের। সেই ম্যাচে যে ঘুরে দাঁড়াতে চাইবে ধোনির সিএসকে, তা বলাই বাহুল্য।