আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলের পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্স ছ নম্বরে রয়েছে। পাঁচটা ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। তিন বারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজিতে সম্প্রতি যোগ দিয়েছেন একজন নেট বোলার।

তাঁর নাম অবিশেক কুমার ডালহোর। তিনি করণ আম্বালা নামেও পরিচিত। ঘণ্টায় ১৪০ কিমি বেগে বল করতে পারেন তিনি। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে দেখা গিয়েছে এই ক্রিকেটারকে। কলকাতা নাইট রাইডার্সের নেটে আগুন জ্বালাবেন অভিষেক, তা বলাই বাহুল্য। 

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের দল মাঝি মুম্বইয়ের হয়ে খেলতে দেখা গিয়েছিল অভিষেককে। টেনিস বলের টুর্নামেন্ট থেকে আইপিএলের মহাযজ্ঞে শামিল হয়ে ইতিমধ্যেই নজির গড়ে ফেলেছেন তিনি। কেকেআরের নেট বোলার হওয়ায় দারুণ খুশি অভিষেক। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমার নাম অভিষেক কুমার ডালহোর। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে দুই মরশুম খেলেছি। আইপিএলের অন্যতম সফল দল কেকেআরের নেট বোলার হওয়ার সুযোগ পেয়েছি।'' 

আইপিএল ও কেকেআর ম্যানজেমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। মুম্বই দলের হয়ে টেনিস বলে টুর্নামেন্ট খেলে অভিশেক ১৯টি ম্যাচ থেকে ৩২৪ রান করেন। নেন ৩৩টি উইকেট। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের প্রথম মরশুমে তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। পরের মরশুমে সেরা বোলারের স্বীকৃতি পান।