আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অঙ্গ রিঙ্কু সিং। তাঁর শরীরে একাধিক ট্যাটু। প্রতিটি ট্যাটুর কিছু না কিছু অর্থ রয়েছে। ইউটিউবে শেফ কণাল খান্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে শরীরের বিভিন্ন অংশে থাকা বিভিন্ন ট্যাটুর অর্থ পরিষ্কার করে দিয়েছেন রিঙ্কু।
একটা ট্যাটুতে লেখা 'গডস প্ল্যান'। অর্থাৎ ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বরের পরিকল্পনা না থাকলে রিঙ্কুকে কেকেআর কিনত না। তিনিও তারকা হয়তো বনতেন না।
ডান হাতে যে ট্যাটু আঁকা তাতে তাঁর আইপিএল পরিক্রমার কথা লেখা রয়েছে। রিঙ্কু বলেছেন, ''২০১৮ সালে কেকেআর আমাকে দলে নেয়। আমাদের টাকা পুয়সা ছিল না। বাড়ি-ঘর ছিল না। ৮০ লক্ষ টাকায় আমাকে কেকেআর দলে নেওয়ায় আমাদের জীবন বদলে গিয়েছিল। আমার জীবন সহজ হয়ে গিয়েছিল অনেক।''
একটি ট্যাটুতে আঁকা গোলাপ ফুল। রিঙ্কু বলছেন,''এর অর্থ হল ফুল ফুটছে। খুব সুন্দর একটা জীবনের শুরু বোঝাচ্ছে। সেই কারণে গোলাপ ফুলের ছবি আঁকা ট্যাটুতে।''
সবচেয়ে উল্লেখযোগ্য যে ট্যাটুটা, তাতে দেখা যাচ্ছে ঘড়ির কাঁটা ২টো বেজে ২১ মিনিটেই স্তব্ধ হয়ে রয়েছে। এর রহস্য ফাঁস করে রিঙ্কু বলছেন, ''আমাকে যখন নেওয়া হয়েছিল, তখন দুটো বেজে ২১ মিনিটই ছিল। আমার সময় বদলে গিয়েছিল তখন থেকেই।''
সময় বদলে গিয়েছে রিঙ্কুর। বদলাননি কেকেআর তারকা।
