আজকাল ওয়েবডেস্ক: সদ্য শুরু হয়েছে আইপিএল। উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হেরে গেলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতেছে অজিঙ্কে রাহানের দল। এই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই সানরাইজার্স হায়দরাবাদ পাহাড়প্রমাণ রান করেছিল।
আইপিএল প্লে অফের জন্য ইরফান পাঠান চারটি দল বেছে নিয়েছেন। কিন্তু পাঠানের সেই দলে জায়গায় পায়নি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। নিজের ইউটিউব চ্যানেলে পাঠান চারটি আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে বেছে নিয়েছেন। এই চারটি দল চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস।
এবারের ধারাভাষ্যকারদের যে দল তৈরি হয়েছে মেগা ইভেন্টের জন্য, সেই দলে রাখা হয়নি ইরফান পাঠানকে। দেশের প্রাক্তন অরাউন্ডারের বিরুদ্ধে অভিযোগ, ধারাভাষ্য দেওয়ার সময়ে পাঠান ব্যক্তিগত ভাবে খেলোয়াড়দের সমালোচনা করতেন।
সেই সমালোচনার তীব্রতা এতটাই যে ক্রিকেটাররা ভাল ভাবে নেননি। তাঁরা পাঠানের বিরুদ্ধে নালিশ করেন। শোনা গিয়েছে, এক ক্রিকেটারকে পাঠান এতটাই সমালোচনা করেন যে সেই ক্রিকেটার নাকি পাঠানের ফোন নম্বর ব্লক করে দেন।
বছর দুয়েক ধরেই পাঠান ধারাভাষ্য দিচ্ছেন। আর ধারাভাষ্য দেওয়ার সময়ে তিনি খেলোয়াড়দের সমালোচনা করে থাকেন। এমন একটা অভিযোগ করছিলেন সবাই।
এই নিয়েই জমছিল ক্ষোভ। এবার তারই বহিঃপ্রকাশ হিসেবে ধারাভাষ্যকারদের টিম থেকে সরিয়ে দেওয়া হয় পাঠানকে।
সেই পাঠান নিজের ইুটিউব চ্যানেলে চার-চারটি দলকে বেছে নিলেন। এই চারটি দল আইপিএলের প্লে অফে পৌঁছতে পারে বলে মনে করেন পাঠান। কিন্তু সেই চার দলের মধ্যে কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদকে রাখলেন না পাঠান।
