আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ক্যাপিটালসের টপ অর্ডারের ব্যর্থতা চলছেই। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৩৩ রানে ধসে গেল দিল্লির ইনিংস।
দিল্লির এই ধস দেখে গুজরাট টাইটান্সের পেসার বরুণ অ্যারন পরামর্শ দিলেন অক্ষর প্যাটেলকে। সরাসরি জানিয়ে দিলেন, কেএল রাহুলকে দিয়ে ওপেন করানো হোক। তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।
অ্যারন বলেন, ''ব্যাটিং লাইন আপে স্থিরতা আনতে হলে কেএল রাহুলকে ওপেন করতে পাঠাও। তোমাদের সব সমস্যার সমাধান করে দেবে রাহুল। রাহুলের তো অভিজ্ঞ ওপেনারকেই পাঠানো হোক। করুণকে পাঠানো হলে তা ঠিক হবে না ওর জন্য। ওকে কখনও উপরে, কখনও নীচে পাঠানো হয়েছে।''
যদি বারংবার উপর-নীচ করা হয় কাউকে, তাহলে সংশ্লিষ্ট ব্যাটসম্যানেরও সমস্যা হয়। অ্যারনের বক্তব্য, ''এমন কাউকে ব্যাট করতে পাঠানো হোক যে চাপ নিয়ে খেলতে পারবে। কেএল রাহুলকে অসংখ্যবার ব্যাটিং অর্ডারে উপর-নীচ করা হয়েছে।''
দিল্লির ভঙ্গুর ব্যাটিং লাইন আপে লোকেশ রাহুলই আনতে পারেন স্থিরতা। সেই করণে তাঁকে ওপেন করতে পাঠানোর পরামর্শ বরুণ অ্যারনের।
