আজকাল ওয়েবডেস্ক: ইউএস ওপেনে নতুন ইতিহাস ইউকি ভাম্বরির। কেরিয়ারে প্রথমবার গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে উঠলেন ভারতীয় তারকা। বৃহস্পতিবার পুরুষদের ডবলসের সেমিফাইনালে চলে যান ইউকি ভাম্বরি এবং মাইকেল ভেনাস। ইন্দো-কিউয়ি জুটি হারায় একাদশ বাছাই নিকোলা মেকটিক এবং রাজীব রামকে। বিগ অ্যাপেলে কোর্ট ১৭ তে ফলাফল ৬-৩, ৭-৬, ৬-৩। শুক্রবার সেমিফাইনালে ব্রিটস নীল স্কুপস্কাই এবং জো স্যালিসবারির বিরুদ্ধে নামবে। জীবনে প্রথমবার গ্র্যান্ডস্লামের সেমিফাইনাল খেলবেন ৩২ বছরের ভারতীয় তারকা। 

গতবছর ফরাসি টেনিস প্লেয়ার আলবানো ওলিভেট্টির সঙ্গে জুটি বেঁধে যুক্তরাষ্ট্র ওপেনে নামেন তিনি। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন। স্ট্রেট সেটে স্পেনের মার্সেল গ্রানোলার্স এবং আর্জেন্টিনার হরাসিও জেবালোসের কাছে হারেন। তার আগে কলম্বিয়ার গনজালো এসকোবার এবং মেক্সিকোর মিগুয়েল অ্যাঞ্জেল রেয়েস ভারেলার অবাছাই জুটিকে ৬-১, ৭-৫ এ হারায়। বিলি জেন কিন ন্যাশনাল টেনিস সেন্টারে ১ ঘণ্টা ২৫ মিনিটের লড়াইয়ে শেষ ষোলোর ছাড়পত্র সংগ্রহ করে নেয়। এর আগে প্রথম রাউন্ড থেকে ছিটকে যান রোহন বোপান্না এবং রোমেন আরনেওডোর ইন্দো-মোনাকো জুটি। 

আরও পড়ুন:ইউএস ওপেনের শেষ চারে সিনার, ছিটকে গেলেন শিয়নটেক

অন্যদিকে ইউএস ওপেনের সেমিফাইনালে চলে যান জানিক সিনার। বন্ধুকে হারিয়েই শেষ চারে গেলেন। ডেভিস কাপে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন। কিন্তু সেই বন্ধু কোর্টের উল্টো দিকে থাকলে দয়ামায়া দেখাতে রাজি নন তা বুঝিয়ে দিলেন সিনার। স্বদেশি লোরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে চলে গেলেন ইউএস ওপেনের সেমিফাইনালে। সিনার জিতেছেন ৬-১, ৬-৪, ৬-২ গেমে। মেয়েদের বিভাগে শেষ চারে উঠেছেন নাওমি ওসাকা। ছিটকে গিয়েছেন দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক। ভারতীয়দের মধ্যে, ডাবলস সেমিফাইনালে উঠেছেন ইউকি ভাম্বরি।