আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তবুও এশিয়া কাপের দলে সুযোগ পাননি ওয়াশিংটন সুন্দর। হতাশায় অবশ্য বসে থাকার বান্দা নন সুন্দর। তিনি চললেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে।
হ্যাম্পশায়ারের হয়ে খেলতে যাচ্ছেন ওয়াশিংটন। কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দু’টি ম্যাচে খেলবেন। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে চুক্তির কথা জানিয়েছেন হ্যাম্পশায়ার কর্তৃপক্ষ। সমারসেট এবং সারের বিরুদ্ধে খেলবেন লাল বলের ক্রিকেট। সোশ্যাল মিডিয়ায় হ্যাম্পশায়ার কর্তৃপক্ষ লিখেছেন, ‘দু’টি ম্যাচের জন্য আমরা ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করেছি। ওকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। কয়েক দিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে। সমারসেট এবং সারের বিরুদ্ধে আমাদের হয়ে খেলবে। দু’টো ম্যাচই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ওয়াশিংটন সুন্দরকে ক্লাবে স্বাগত জানিয়েছেন হ্যাম্পশায়ারের ডিরেক্টর অফ ক্রিকেট জাইলস হোয়াইট।
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৪৭ গড়ে ২৮৪ রান করেন ওয়াশিংটন সুন্দর। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম টেস্টে শতরান করেন। বল হাতে নেন ৭ উইকেট। এ বারই প্রথম নয়, এর আগে ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়াশিংটনের। ২০২২ সালে খেলেছিলেন ওয়ান ডে কাপও। চলতি মরসুমে ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে খেলবেন হ্যাম্পশায়ারের হয়ে। তিলক বর্মা চারটি ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্লাবটির হয়ে। তিনি অবশ্য এশিয়া কাপের দলে আছেন।
এদিকে, ভারতীয় দলে আমদানি হয়েছে ব্রঙ্কো টেস্টের। টিম ইন্ডিয়ার সঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু। তিনি দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোর দিকে জোর দিয়েছেন। আমদানি করেছেন ব্রঙ্কো টেস্টের। এই টেস্টের ব্যাপারে লে রু’র বক্তব্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের অফিসিয়াল পেজে পোস্ট করেছে।
এই ব্রঙ্কো টেস্ট মূলত রাগবি প্লেয়ারদের জন্যই। তাঁদের অ্যারোবিক ও কার্ডিও ভাসকুলার ক্ষমতা বাড়ানোর জন্য। এই টেস্টে চারটি মার্ক রয়েছে। জিরো মিটার, ২০ মিটার, ৪০ মিটার ও ৬০ মিটার। যেখানে এক জন প্লেয়ারকে জিরো থেকে ৬০ মিটার অবধি দৌড়ে আবার জিরো মিটারে ফিরতে হয়। তারপর আবার ৪০ মিটারে গিয়ে জিরো মিটারে ফিরতে হয়। এইভাবে ২০ মিটারে গিয়ে ফের জিরো মিটারে ফিরতে হয়। এইভাবে ২৪০ মিটার সম্পূর্ণ করতে হয়। এইভাবে পাঁচটা সেটে ১২০০ মিটার দৌড়তে হয় কোনও বিরাম ছাড়াই। যথেষ্ট কঠিন পরীক্ষা। ক্রিকেটের বাইবেল উইজডেনের দাবি, ভারতীয় ক্রিকেটারদের এই প্রক্রিয়াটা নাকি পুরো ৬ মিনিটে সম্পূর্ণ করতে বলা হয়েছে।
বোর্ডের প্রকাশ করা ভিডিওয় লে রু বলেছেন, ‘এই ব্রঙ্কো টেস্ট কিন্তু নতুন নয়। এটি ভারতীয় দলে চালু করা হয়েছে। বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে এই টেস্ট বছরের পর বছর ধরে চালু রয়েছে। এই পরীক্ষার মাধ্যমে ক্রিকেটারদের ফিটনেস কোন পর্যায়ে রয়েছে সেটি একেবারে সঠিকভাবে জানা যায়।’ ভিডিওয় লে রু আরও বলেছেন, ‘এটি একটি ফিল্ড টেস্ট। যে কোনও মাঠে বা জায়গায় এই টেস্ট করা যেতে পারে। ঘুরতে গিয়েও এই টেস্ট করা যেতে পারে।’ লে রু’র মতে গত দুই দশকে ক্রিকেটে অনেক পরিবর্তন হয়েছে। খেলা অনেক বেড়েছে। তাই ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকাটা খুব জরুরি।
