আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটারদের ফিটনেস যাচাই করার জন্য ইয়ো-ইয়ো টেস্ট ছাড়া একাধিক পরীক্ষা করা হয় ভারতীয় ক্রিকেটে। সূত্রের খবর গৌতম গম্ভীরের নব্য টিম ম্যানেজমেন্ট নতুন এক পরীক্ষা চালু করেছে ব্রঙ্কো টেস্ট। ফুটবল-রাগবিতে এই পরীক্ষা করা হয়। এই নতুন পরীক্ষা পদ্ধতি কিন্তু সমস্যা বাড়াতে পারে। ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ইউটিউবে বলেছেন, এই ধরনের পরীক্ষায় ক্রিকেটারদের চোটআঘাত বেড়ে যেতে পারে।
অশ্বিন বলেছেন, ''আমি সবসময় প্রশিক্ষকদের জিজ্ঞাসা করতাম। প্রশিক্ষকদের পরিবর্তন হলে পরীক্ষার পদ্ধতিও বদলে যায়। আর যখন এমন ঘটনা ঘটে, তখন খেলোয়াড়দের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়।'' কিংবদন্তি স্পিনারের সংযোজন, ''প্রশিক্ষণ পরিকল্পনা যদি বারংবার বদলাতে থাকে, তাহলে খেলোয়াড়দের জন্য তা কঠিন হয়ে দাঁড়ায়। আঘাতের কারণও হয়ে উঠতে পাতে পারে। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত, আমি আমার প্রশিক্ষণ পরিকল্পনা খুঁজছিলাম। আমাকে সহ্য করতে হয়েছে। সোহম দেশাই সবটাই জানে।"
আরও পড়ুন: আর কবে ট্রফি জিতবেন রোনাল্ডো, সৌদি সুপার কাপও হারলেন, মরুদেশে তিনি ব্যর্থ এক নায়ক ...
অশ্বিন সর্বক্ষেত্রে ধারাবাহিকতা চান। তাঁর মতে, যখনই কোনও নতুন প্রশিক্ষক যোগদান করেন, তাঁদের উচিত বিদায়ী প্রশিক্ষকের সঙ্গে ছ' মাস থেকে এক বছর কাজ করা, যাতে সঠিক হস্তান্তর নিশ্চিত করা যায়। অশ্বিন বলছেন, ''আমি শুধু কিছু প্রশ্ন তুলতে চাই। একজন খেলোয়াড় হিসেবে, সমস্যা হল ধারাবাহিকতা। আমি সত্যিই কিছু ধারাবাহিকতা চাই। সেটা গুরুত্বপূর্ণ। আমি শুধু চাই যখনই একজন নতুন প্রশিক্ষক আসবেন, তিনি যেন বিদায়ী প্রশিক্ষকের সঙ্গে ছ' মাস থেকে এক বছর ধরে কাজ করে দায়িত্ব হস্তান্তর করেন।''
গম্ভীর জমানা শুরু হতেই বিতর্ক আর বিতর্ক। অস্ট্রেলিয়া সফর চলাকালীন রবিচন্দ্রন অশ্বিন অবসর নিলেন। ইংল্যান্ড সফরের আগে বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়ালেন। এখন শোনা যাচ্ছে রোহিত শর্মাকে ওয়ানডে ফরম্যাট থেকেও সরিয়ে দেওয়া হবে। এবার ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ের জন্য নতুন পদ্ধতি। যা ক্রিকেটারদের আরও সমস্যায় ফেলে দিতে পারে।
এদিকে এশিয়া কাপের ভারতীয় দল ঘোষণা হয়েছে। সেই দলে জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। কী কারণে শ্রেয়স আইয়ারের দলে জায়গা হল না, তা নিয়ে চলছে চর্চা। শ্রেয়সের বাবা বলেছেন, আর কী করলে শ্রেয়স দলে জায়গা পাবে? অনেকেই মনে করছেন শ্রেয়সকে বাদ দেওয়ার পিছনে রয়েছেন জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। কিন্তু জানা গিয়েছে শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়ার পিছনে কোনও ভূমিকা নেই গৌতম গম্ভীরের। এমনই দাবি বোর্ডের এক সূত্রের।
কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ী অধিনায়কের বাদ পড়া নিয়ে চর্চা চরমে। অনেকেই টিম ইন্ডিয়ার হেড কোচকে দায়ী করেন। কিন্তু জানা গিয়েছে, এতে কোনও হাত নেই গম্ভীরের। মুম্বইয়ে দল নির্বাচনের বৈঠকে তিনি ছিলেন না। এটা সবাই জানে। কিন্তু শোনা গিয়েছিল, ভিডিও কলের মাধ্যমে বৈঠকে যোগ দেন গম্ভীর। কিন্তু বোর্ডের এক সূত্রের দাবি, বৈঠকের অঙ্গ ছিলেন না টিম ইন্ডিয়ার হেড কোচ। মঙ্গলবার বিসিসিআইয়ের ক্রিকেট সেন্টারে হাজির ছিলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া, মুখ্য নির্বাচক অজিত আগরকর, শিব সুন্দর দাস, সুব্রত ব্যানার্জি, অজয় রাত্রা এবং শ্রীধরন শরৎ। এছাড়াও ছিলেন টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব।
আরও পড়ুন: 'সিংহের মতো দাপিয়ে খেলব, যেদিন বুঝব হচ্ছে না, সরে যাব', আইপিএল নিয়ে সোজাসাপটা কোহলি
