আজকাল ওয়েবডেস্ক: লোকেশ রাহুল কি অবসর নিতে চলেছেন? চিন্নাস্বামীতে নিউজিল্যান্ডের কাছে হারের পরে কেএল রাহুলের আচরণ দেখে নেটদুনিয়ায় প্রবল চর্চা শুরু হয়েছে। 
চিন্নাস্বামী লোকেশ রাহুলের ঘরের মাঠ। কিন্তু সেই মাঠেই কিউয়িদের বিরুদ্ধে তিনি পুরোদস্তুর ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও রান পাননি রাহুল। 
ইতিমধ্যেই তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছে সমালোচনা। এর মধ্যেই টেস্ট ম্যাচ হারের পরে পিচ নমস্কার করে লোকেশ রাহুল নতুন করে জল্পনার জন্ম দিয়েছেন। মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরও ঠিক একই ভাবে ওয়াংখেড়ের পিচ ছুঁয়ে নমস্কার করেছিলেন। সেটাই ছিল লিটল মাস্টারের কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ। রাহুলকেও অবিকল একই ভাবে পিচ প্রণাম করতে দেখা গিয়েছে।

?ref_src=twsrc%5Etfw">October 20, 2024

 

আর তার পরেই কেএল রাহুলকে নিয়ে শুরু হয়ে যায় চর্চা। তবে কি অবসর নিচ্ছেন রাহুল? যাঁকে নিয়ে এত চর্চা সেই লোকেশ রাহুল অবশ্য কোনও মন্তব্য করেননি। এদিকে নেটদুনিয়ায় ভক্তরা লোকেশ রাহুলকে নিয়ে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ''রিটায়ারমেন্ট লোডিং।'' আবার কেউ লিখেছেন, ''হ্যাপি রিটায়ারমেন্ট কেএল রাহুল।''

?ref_src=twsrc%5Etfw">October 20, 2024


রাহুল ভারতের মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাট। সামনেই ভারতের অস্ট্রেলিয়া সফর। সেখানে রাহুলের অভিজ্ঞতা কাজে লাগবে। তাছাড়া কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে হার মানলেও আগামী দুটো টেস্টে রাহুলকে দরকার। তবে কিউয়িদের বিরুদ্ধে প্রয়োজনের সময়ে রান না পাওয়ায় দেশের ক্রিকেটপ্রেমীরা চটেছেন রাহুলের উপরে।