আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকের পদকের মান খুব খারাপ। হতশ্রী দশা হয়েছে মেডেলের। নালিশ জানিয়েছেন প্যারিসে জোড়া পদকজয়ী মনু ভাকের। কুস্তিগির আমন শেরাওয়াতের পদকের অবস্থাও তথৈবচ। প্যারিস অলিম্পিকের নিম্নমানের পদক নিয়ে অনেকেই অভিযোগ জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন মনু। আমন অবশ্য এখনও সরকারি ভাবে নালিশ জানাননি। ।
মনুর পদকের রং চটে গিয়েছে। বিবর্ণ হয়ে গিয়েছে আমনের মেডেলও। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেডেলের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠার ফলে অলিম্পিক কমিটি স্থির করেছে, সেই সব মেডেল তারা ফিরিয়ে নেবে। ফলে মনু ও আমন সেই রং চটে যাওয়া, বিবর্ণ মেডেল ফেরত দিয়ে নতুন মেডেল পাবেন।
১২৪ বছরের পুরনো ইতিহাস ভেঙেছেন মনু। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিক থেকে জোড়া পদক জিতে নজির গড়েছেন তিনি।
ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন প্যারিসে। সেটাই ছিল দেশের প্রথম পদক। পরে সরবজ্যোৎ সিংয়ের সঙ্গে জুটিতে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন মনু।
অন্যদিকে অলিম্পিক অভিষেকেই ৫৭ কেজি বিভাগের ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জেতেন আমন।
দেশের জন্য ঘাম ঝরিয়ে যাঁরা পদক জিতলেন, ঘরে ফিরে তাঁরাই দেখলেন পদকের রং চটে গিয়েছে, হাল খারাপ হয়ে গিয়েছে সেগুলোর।
