আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক হাতছাড়া হয়েছিল অক্ষর প্যাটেলের। স্লিপে ভারত অধিনায়ক রোহিত শর্মা ক্যাচ ছেড়েছিলেন।সেই কারণেই হ্যাটট্রিকের গন্ধ পেলেও হ্যাটট্রিক করতে পারেননি বাঁ হাতি অক্ষর প্যাটেল।
খেলার শেষে ভারত অধিনায়ক জানিয়েছিলেন অক্ষরকে তিনি ডিনারে নিয়ে যাবেন। সবার কৌতূহল রোহিতের সঙ্গে কি ডিনারে শেষ পর্যন্ত গিয়েছিলেন অক্ষর প্যাটেল।
এই প্রশ্নই অক্ষর প্যাটেলকে করা হয়েছিল। যার উত্তরে ভারতের তারকা অলরাউন্ডার বলেন, ''আমাদের হাতে এখন অনেক সময়। আমরা সেমিফাইনালের ছাড়পত্রও পেয়ে গিয়েছি। আমার মনে হয় ডিনারের জন্য এখন আমি রোহিত শর্মাকে জিজ্ঞাসা করতেই পারি।''
পাকিস্তান ম্যাচের পরই অক্ষর প্যাটেলকে ডিনার নিয়ে প্রশ্ন করা হয়েছিল আইসিসি-র তরফে।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ জিতে ভারত শেষ চারে পৌঁছে গিয়েছে। অন্য দিকে প্রথমে নিউ জিল্যান্ড, পরে ভারতের কাছে হার মানার পরে পাকিস্তান ছিটকে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। বাংলাদেশেরও টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছে।
ভারতের পরবর্তী ম্যাচ কিউয়িদের সঙ্গে। রবিবার ব্ল্যাক ক্যাপসদের ম্যাচ ভারতের সঙ্গে। ভারতীয় দল অবশ্য ম্যাচটা জিততেই চাইবে। শেষ চারে ভারতের প্রতিপক্ষ কে হবে, তা নির্ভর করছে এই ম্যাচগুলোর উপর।
