আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতল ভারতের মহিলা দল। টস জিতে ভারতের মহিলা দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় দল পুরো ৫০ ওভার খেলতে পারেনি। ৪৪.৩ ওভারে ভারত থেমে যায় ২২৭ রানে। 

ভারতের রান তাড়া করতে নেমে কিউয়িরা থেমে যায় ১৬৮ রানে। ভারতের মহিলা দল ৫৯ রানে ম্যাচ জিতে নেয়। ভারতের মহিলা দলের মধ্যে সর্বোচ্চ রান করেন তেজাল (৪২)। তাছাড়া দীপ্তি শর্মা (৪১), শেফালি ভার্মা (৩৩), ইয়াস্তিকা (৩৭), জেমাইমা (৩৫) উল্লেখযোগ্য রান করেন ভারতীয় দলের মধ্যে। 

কিউয়িদের ইনিংস ৪০.৪ ওভারেই শেষ হয়ে যায়। ভারতীয় বোলারদের মধ্যে সাইমা ২টি, রাধা যাদব ৩টি, দীপ্তি শর্মা ও অরুন্ধতী রেড্ডি একটি করে উইকেট নেন। 

 

?ref_src=twsrc%5Etfw">October 24, 2024

তিন ম্যাচের সিরিজে ভারতের মেয়েরা এগিয়ে গেল ১-০-এ। এদিকে প্রায় একই সময়ে নিউজিল্যান্ডের পুরুষ দল ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলছে ভারতের সঙ্গে। প্রথম টেস্টে ভারতকে হারিয়েছেন ল্যাথামরা। দ্বিতীয় টেস্ট হচ্ছে পুণেয়। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৫৯ রানে। দিনান্তে ভারত এক উইকেট হারিয়ে ১৬ রান করেছে। তবে ভারতের মহিলা দল কিন্তু পুরোপুরি প্রাধান্য বজায় রেখেই ম্যাচ জিতে নিয়েছে। বিসিসিআই উওম্যানের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, আহমেদাবাদে জয় দিয়ে শুরু করল ভারতের মহিলা দল।