আজকাল ওয়েবডেস্ক: চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিরুদ্ধে চমকপ্রদ লড়াই ক্রিকেটবিশ্বকে উপহার দিয়েছে ওমান। শক্তিশালী ভারতের বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলেছে তারা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে তোলে ১৮৮/৮। সঞ্জু স্যামসন করেন সর্বোচ্চ ৫৬ রান। জবাবে ব্যাট হাতে ওমানও জমিয়ে লড়াই করলেও শেষ পর্যন্ত ১৬৭ রানে থেমে যায় তাদের ইনিংস। ম্যাচে ভারত জয় পায় ২১ রানে। তবে হারের মাঝেও ওমানের বেশ কিছু মুহূর্ত ছিল স্মরণীয়। বিশেষ করে ম্যাচের দ্বিতীয় ওভারেই শাহ ফয়সালের দুর্দান্ত এক ফুল লেন্থ বল আউট করে দেয় শুভমন গিলকে মাত্র ৫ রানে। বলটি সরাসরি আঘাত করে গিলের অফ স্টাম্পে। মাত্র নয় বলের মধ্যেই ভারতের প্রথম উইকেট তুলে নিয়ে উল্লাসে মাতে ওমান শিবির।

এই দৃশ্য দেখেই প্রাক্তন পাকিস্তানি পেসার ওয়াসিম আক্রম পরামর্শ দেন পাকিস্তান পেস বোলার শাহিন শাহ আফ্রিদিকে। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে সুপার ফোর ম্যাচে আফ্রিদি যেন ফয়সালের মতোই লেন্থে বল করার পরিকল্পনা নেন। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে আগের ম্যাচে আফ্রিদি কোনও উইকেট পাননি এবং দুই ওভারে খরচ করেছিলেন ২৩ রান। আক্রমের ভাষায়, ‘আমি চাই শাহিন যেন প্রথমেই এত বেশি ইয়র্কার না করে। সবাই এখন জানে ও কী করবে। তাই তাঁর প্ল্যান-বি থাকা দরকার। এক-দু’টো ইয়র্কার চলবে, কিন্তু টানা করলে উলটে বাউন্ডারি খাওয়ার ঝুঁকি বাড়বে। মিক্স আপ করে লেংথ বল করলে বেশি সাফল্য মিলবে’। ওমানের বোলারদের মধ্যে শাহ ফয়সাল, জিতেন রমনন্দি এবং আমির কালিম নেন দুটি করে উইকেট। ব্যাট হাতে কালিম করেন ৬৪ এবং হাম্মাদ মির্জা করেন ৫১ রান।

শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়েছে ভারত। তবে যতটা অনায়াসে জেতার কথা ছিল, সেটা হয়নি। বল হাতে লড়াই করার পর, ব্যাট করতে নেমে চমক দেয় ওমান। প্রথমে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তোলে ভারত। মনে হয়েছিল, আবু ধাবির মন্থর উইকেটে এই রান তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়বে ওমানের ইনিংস। কিন্তু রীতিমত লড়াই করে। এদিন ছিলেন না যশপ্রীত বুমরা। বাকি ভারতীয় বোলারদের তেমন তোয়াক্কা করেনি প্রতিপক্ষের অনামী ক্রিকেটাররা। নির্ধারিত ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রানে শেষ করে ওমান। রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে ৫৬ রান যোগ করে ওমান। ৩২ রানে আউট হন অধিনায়ক যতীন্দর সিং। দ্বিতীয় উইকেটে ৯৩ রান যোগ করে আমির কালিম এবং হাম্মাদ মির্জা জুটি।

দু'জন ভারতীয় বোলিংকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। সংযুক্ত আরব আমিরশাহি এবং পাকিস্তানের বিরুদ্ধে সূর্যকুমাররা সহজে জিতলেও, অপ্রত্যাশিতভাবে ওমান ম্যাচ পুরো ওভার খেলতে হয় টিম ইন্ডিয়াকে। দ্বিতীয় উইকেটে একটা সময় ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ওমান। জয়ের লক্ষ্যেই এগোনোর চেষ্টা করেন কালিম, মির্জারা। এই জুটিকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। ৪৬ বলে ৬৪ রান করে কালিম আউট হওয়ার পর ম্যাচ থেকে কিছুটা হারিয়ে যায় মিনোজরা। ২টি ছয় এবং ৭টি চার দিয়ে ইনিংস সাজান ওমানের ওপেনার। ৩৩ বলে ৫১ রান করে আউট হন হাম্মাদ। তবে ওমানের এই লড়াই অন্যান্য অ্যাসোসিয়েট দেশগুলোর কাছে বড় প্রেরণা।