আজকাল ওয়েবডেস্ক: শিলংয়েই হবে ভারতীয় ফুটবল দলের দুটি ম্যাচ। ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হবে ২৫ মার্চ। সেই ম্যাচের বল গড়াবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। 

১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে ভারতের প্রীতি ম্যাচও হবে এই জওহরলাল স্টেডিয়ামেই। 

এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত রয়েছে গ্রুপ সি-তে। ভারতের গ্রুপে রয়েছে হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশ। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দু'বার করে খেলা হবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত। গ্রুপ সেরা এশিয়ান কাপের ছাড়পত্র পাবে। 

সাম্প্রতিক কালে ভারত তিনটি দেশের বিরুদ্ধেই খেলেছিল। ২০২১ সালে শেষবার বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিল ভারত। সেটা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। ২০২২ সালের জুন মাসে কলকাতায় এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকংয়ের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় ফুটবল দল। ২০২২ সালের সেপ্টেম্বরে ভিয়েতনামে সিঙ্গাপুরের সঙ্গে প্রীতি টুর্নামেন্টে খেলেছিল ভারত। 

গত বছর শিলংয়ের স্টেডিয়াম নতুন করে সাজানো হয়। তার পর প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হচ্ছে এই স্টেডিয়ামে। এর দর্শকসংখ্যা ১৫,১০০। ঘরোয়া টুর্নামেন্ট ও লিগ হয় এই স্টেডিয়ামে। ডুরান্ড কাপ, আইএসএল, আই লিগ, দ্বিতীয় ডিভিশন আই লিগের ম্যাচ হয়েছে শিলংয়ের জওহরলাল স্টেডিয়ামে।