আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল। তানজিদ হাসান ও মুশফিকুর রহিমকে পরপর দু' বলে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সামনে অক্ষর প্যাটেল। মাত্র চার জন ভারতীয় ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করতে পেরেছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা ইভেন্টে কোনও ভারতীয় বোলারই হ্যাটট্রিক করেননি। অক্ষর প্যাটেলের সামনে সেই সুযোগ এসেছিল। 

ভারত অধিনায়ক রোহিত শর্মা দুটো স্লিপ এবং লেগ স্লিপ রাখেন জাকের আলির জন্য। অক্ষর প্যাটেলের বলটায় খোঁচা মারেন জাকের আলি। স্লিপে ক্যাচ যায়। কিন্তু রোহিত সেই ক্যাচ ফেলেন। স্লিপে হিটম্যান ভাল ফিল্ডার। সেই রোহিত ক্যাচ ফস্কালেন। তাঁর জন্যই হ্যাটট্রিক থেকে বঞ্চিত হলেন অক্ষর প্যাটেল। তার থেকেও বড় ব্যাপার হল যে জাকের আলির ক্যাচ রোহিত ছাড়েন, বাংলাদেশের সেই তারকাই শেষমেশ ৬৮ রান করে ফেরেন। ৩৫ রানে পাঁচ উইকেট থেকে জাকের আলি ও তৌহিদ হৃদয় ১৫৪ রান জোড়েন। 

জাকের আলির ক্যাচ ছাড়ার পরে হতাশাচ্ছন্ন রোহিত তিন-চার বার মাঠে চাপড় মারেন। অক্ষর প্যাটেলের দিকে জোড় হাতে ক্ষমাও চেয়ে নেন হিটম্যান। কথায় বলে, ক্যাচ ধরো ম্যাচ জেতো। 
১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়ার ক্যাচ ফেলেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। তার পরে স্টিভ ওয়ার সেই মন্তব্য অমর হয়ে রয়েছে ক্রিকেট ইতিহাসে। স্টিভ ওয়া দক্ষিণ আফ্রিকান তারকা গিবসকে বলেছিলেন, ''মেট, ইউ হ্যাভ জাস্ট ড্রপড দ্য ওয়ার্ল্ড কাপ।'' 
স্টিভ ওয়া ম্যাচ নিয়ে চলে গিয়েছিলেন। 
জাকের আলির ক্যাচ রোহিত ছাড়ার পরে, বাংলাদেশি তারকা এমন কিছু নিশ্চয় বলেননি। কিন্তু জাকের আলির ক্যাচটা তখনই যদি রোহিত শর্মা ধরতেন, তাহলে বাংলাদেশ একশোও করতে পারত কিনা সন্দেহ। শুধু রোহিত নন, হার্দিক পাণ্ডিয়া ক্যাচ ছাড়েন। স্টাম্পিং নষ্ট করেন লোকেশ রাহুল।