আজকাল ওয়েবডেস্ক: ভারতের জন্য খানিক স্বস্তির খবর। ব্রিসবেন টেস্টের শেষ দু’দিনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাও আবার ৯০ শতাংশ। অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ৫১/৪ হয়ে গিয়েছে ভারতের। এই অবস্থা থেকে ভারতকে বাঁচাতে পারে একমাত্র বৃষ্টি।
 
 ব্রিসবেনের আবহাওয়া দপ্তর সোমবার জানিয়েছে, আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। তার মধ্যে মঙ্গলবার ৫ থেকে ৩০ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। আর বুধবার রয়েছে ২ থেকে ২৫ মিলিমিটার অবধি বৃষ্টির সম্ভাবনা। সোমবার অর্থাৎ তৃতীয় দিনও তৃতীয় সেশনে বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছে খেলা। তৃতীয় সেশনে খেলা প্রায় হয়ইনি। খেলা হয়েছে মাত্র তিন ওভার। আর ভারত তুলেছে ওই তিন ওভারে তিন রান।
 
 বৃষ্টি হয়েছে সোমবার দ্বিতীয় সেশনেও। কিন্তু তারপর থেমে যাওয়ায় খেলা শুরু হয়েছিল। কিন্তু তৃতীয় সেশনে বৃষ্টি শুরু হওয়ার পর আর থামেনি। 
 
 এদিকে ব্রিসবেন টেস্টে ভারত এখনও পিছিয়ে রয়েছে ৩৯৪ রানে। উইকেটে আছেন লোকেশ রাহুল (৩৩) ও অধিনায়ক রোহিত শর্মা। প্যাভিলিয়নে ফিরেছেন যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, বিরাট কোহলি ও ঋষভ পন্থ। 
