আজকাল ওয়েবডেস্ক: ইতিমধ্যেই সিরিজ হেরে গিয়েছে ভারত। সিডনিতে শনিবার নিয়মরক্ষার ম্যাচ। তবে একটা গুরুত্ব আছে এই ম্যাচের। সিডনিতে হেরে গেলে ভারতীয় ক্রিকেট এমন লজ্জার সম্মুখীন হবে, যা ৪১ বছরে কখনও হয়নি।
 
 শনিবার সিডনিতে তৃতীয় একদিনের ম্যাচে ভারত যদি হেরে যায়, তা হলে ১৯৮৪ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজে এটিই হবে ভারতের প্রথম হোয়াইটওয়াশ। সেবার পাঁচ ম্যাচের সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি ভারত। দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।
 
 ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেট। কিন্তু তার আগে গত ৫ বছরে একদিনের ম্যাচে ভারতের পারফরম্যান্স খুবই খারাপ। শনিবার হারলে গত পাঁচ বছরে এটি হবে ভারতের তৃতীয় সিরিজ হোয়াইটওয়াশ। ২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২০২১–২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত।
 
 ২০২০ সালের ফেব্রুয়ারির পর থেকে এটি ভারতের ১৩ নম্বর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর মধ্যে তারা ৭টিতে হেরেছে।
 
 এদিকে, সিডনিতে একদিনের আন্তর্জাতিকে ভারতের রেকর্ড খুবই খারাপ। এই মাঠে ভারত–অস্ট্রেলিয়া মোট ১৯ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া ১৬টি ম্যাচে জিতেছে এবং ভারত মাত্র দু’বার জিতেছে।
 
 প্রসঙ্গত, চলতি সিরিজে বিরাট কোহলি এখনও এক রানও করতে পারেনি। পারথ ও অ্যাডিলেডে শূন্য রানে ফিরেছেন। তার উপর আবার সিডনিতে কোহলির রেকর্ড খুবই খারাপ। এখনও পর্যন্ত এই মাঠে চারটি একদিনের ম্যাচ খেলেছেন। ২০১২ সালে কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ রান এই মাঠে তাঁর সর্বোচ্চ।
 
 এদিকে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সিডনিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে দিনের শুরুতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ মেঘমুক্ত হবে আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৩ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে হাওয়ার গতিবেগ একটু বেশি থাকতে পারে বিক্ষিপ্তভাবে। সাধারণ ভাবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে থাকবে হাওয়ার গতিবেগ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৬ থেকে ৬৯ শতাংশের মধ্যে। 
