আজকাল ওয়েবডেস্ক: শুরুটা অত সহজ ছিল না। কিন্তু তাঁর জীবন বলে দিয়েছে আইপিএলের একটা মরশুম। বর্তমানে ভারতের হোয়াইট বল ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার বরুণ চক্রবর্তী। ৩৩ বছর বয়সে দাঁড়িয়ে মাত্র চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন তিনি। তবে তাঁর ক্রিকেটার হওয়ার পথে রয়েছে নাটকীয়তা, ধৈর্য ও প্রচুর লড়াইয়ের গল্প। সম্প্রতি, রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বরুণ জানিয়েছেন, ক্রিকেটকে কেরিয়ার করার ভাবনা তাঁর কখনোই ছিল না।

তিনি বলেন, ‘কলেজ শেষ করার পর আমি এক আর্কিটেকচারাল কোম্পানিতে চাকরি করতাম। প্রথমে বেতন ছিল ১৪ হাজার, পরে বেড়ে ১৮ হাজার হয়। এক বছর পর সেই চাকরি ছেড়ে দিই। মিউজিকের প্রতি ভালবাসা থাকায় মনে হল গিটার শিখি’। সেটাও পরে ছেড়ে দিয়ে ইন্টেরিয়র ডিজাইন ও কনস্ট্রাকশনের ব্যবসা খুলেছিলেন মিস্ট্রি স্পিনার। একটা সময়ে ঝুঁকেছিলেন সিনেমার দিকেও। ৬০০ টাকার দৈনিক বেতনে জুনিয়র আর্টিস্টের কাজ করতেন বরুণ। পরে, স্বল্প দৈর্ঘ্যের সিনেমাও বানিয়েছিলেন। পাশাপাশি, টেনিস বল ক্রিকেট খেলতেন। বর্তমানে তিনি ভারতের জাতীয় দলে তিনি একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

অশ্বিনের প্রশ্নে তিনি জানান, বর্তমানে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলে প্রতিদিন তাঁর বেতন ৩০০ ডলার (প্রায় ২৫,৬৫২ টাকা)। অর্থাৎ, তাঁর দৈনিক বেতন আগের থেকে ৪২০০ শতাংশেরও বেশি বেড়েছে। বরুণের কেরিয়ারে একাধিক ওঠানামা রয়েছে। আইপিএল থেকে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেলেও বল হাতে প্রভাব ফেলতে পারেননি তিনি। দল থেকে বাদ পড়েন। ফের, তাঁকে আইপিএল খেলে নিজেকে প্রমাণ করতে হয়। চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বরুণ সুযোগ পান। এবার আর ভুল করেননি। গ্রুপ লিগ সহ নক আউটেও ভারতের হয়ে দুরন্ত বোলিং করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।