আজকাল ওয়েবডেস্ক: টস জিতে চিন্নাস্বামীতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। বেঙ্গালুরুতে বৃষ্টির চোখ রা্ঙানি। প্রথম দিনের খেলা ধুয়ে যায় বৃষ্টিতে। দ্বিতীয় দিনেও মেঘাচ্ছন্ন আকাশ। স্যাঁতস্যেঁতে পরিবেশে সিমাররা সুবিধা পায়। বল উইকেটের দু' পাশে হেলতে থাকে। বোলাররা লাল বলকে কথা বলাতে শুরু করেন। এরকম পিচে টস জিতে প্রথমে ব্যাটিং কেন নিলেন রোহিত শর্মা?
হিটম্যানের সাহসী সিদ্ধান্ত শেষমেশ বুমেরাং হয়ে ফিরল। কিউয়ি বোলাররা দাপট দেখালেন। ভারতের অতলান্ত ব্যাটিং গভীরতা ভেঙে পড়ল। মাত্র ৪৬ রানে তাসের ঘরের মতো ধসে পড়ল ভারতের ব্যাটিং। ম্যাট হেনরি পাঁচটি এবং ও' রুকি চারটি উইকেট নিলেন। পাঁচ জন ভারতীয় ব্যাটার ডাক দেখলেন। ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৫ জন ব্যাটার আউট হয়েছিলেন শূন্য রানে। ভারত অল আউট হয়েছিল ৮৩ রানে।
এদিনের ৪৬-এ ঋষভ পন্থ সর্বোচ্চ ২০ রান করেন। ভারতের ব্যাটারদের অয়ারাম-গয়ারাম ব্যাটিং দেখে সমর্থকরা সোচ্চার হলেন। রোহিতদের কি ঘুম ভাঙল তাতে? প্রশ্ন উঠল যখন বৃষ্টির লাল চোখ রয়েছে টেস্ট ম্যাচ জুড়ে তাহলে কেনই বা প্রথমে ব্যাট নিতে গেলেন রোহিত শর্মা? অবশ্য কিউয়ি অধিনায়ক ল্যাথামও টস জিতলে প্রথমে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন।
চিন্নাস্বামীর উইকেট অবশ্য পরের দিকে সহজ হয়ে যায়। নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে সহজেই টপকে গিয়েছে ভারতের প্রথম ইনিংসের রান। বাংলাদেশকে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে দুরমুশ করার পরে টিম ইন্ডিয়া মেঘের উপর দিয়ে হাঁটছিল। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে সেই রোহিত-কোহলিরাই বাস্তবের রুখা সুখা জমিতে আছড়ে পড়লেন।
৯১ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে এটাই ভারতীয় দলের সর্বনিম্ন স্কোর। এর আগে ৫০ রানের নীচে কোনওদিন অলআউট হয়নি টিম ইন্ডিয়া। ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। এতদিন এটাই সবচেয়ে কম রান ছিল। এদিন আরও লজ্জার পারফরম্যান্স ভারতীয় ব্যাটারদের।
