আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তারই আবহে কিংবদন্তিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যাচে বিপত্তি। সূত্রের খবর অনুযায়ী, সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায় না ভারত। ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সরা না খেলার সিদ্ধান্ত একপ্রকার নিয়েই ফেলেছে। কয়েকদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচেও খেলতে চায়নি ভারতীয় কিংবদন্তিরা। পাকিস্তান ম্যাচ বয়কট করেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, পীযূষ চাওলারা। মঙ্গলবার নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৩.২ ওভারে হারিয়ে শেষ চারের ছাড়পত্র সংগ্রহ করে ভারত।
এশিয়া কাপের সূচি ঘোষণার পর থেকেই সমালোচনার মুখে বিসিসিআই। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি। পরের রাউন্ডে গেলে আবার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকবে। পহেলগাঁও জঙ্গিহানার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। একটি সূত্র মারফত জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া এড়ানো যেত। কিন্তু সেটা করা হয়নি। কিন্তু লিজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। একাধিক ভারতীয় প্লেয়ার ম্যাচ খেলতে বেঁকে বসে। যার ফলে ম্যাচ বাতিল হয়ে যায়। এবারও একই পরিস্থিতি।
প্রসঙ্গত, এদিনই এই ম্যাচ থেকে সরে দাঁড়ায় টুর্নামেন্টের মূল স্পনসর। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। কিন্তু ডব্লুসিএলে ভারত-পাকিস্তান সেমিফাইনালের সঙ্গে যুক্ত থাকতে চায় না প্রধান স্পনসর easemytrip। কোম্পানির সহ প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি নিজেদের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দেন। জানান, সন্ত্রাসবাদের সঙ্গে কোনওভাবেই ক্রিকেটকে মেলানো যাবে না। নিজের এক্স হ্যান্ডেলে পিট্টি লেখেন, 'কিংবদন্তিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা। তোমরা দেশকে গর্বিত করেছো। তবে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ভারত-পাকিস্তান সেমিফাইনাল শুধু একটা ম্যাচ নয়। সন্ত্রাসবাদ এবং ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। আমরা ভারতের সঙ্গে আছি। তবে আমরা এমন কোনও ইভেন্টের অংশ হতে পারি না যারা সন্ত্রাসবাদ প্রমোট করা দেশের সঙ্গে সমঝোতা করে। ভারতবাসীরা নিজেদের ইচ্ছা জানিয়েছে, এবং আমরা সেটা শুনেছি। ডব্লুসিএলে ভারত-পাকিস্তান সেমিফাইনালের সঙ্গে যুক্ত থাকবে না easemytrip। কিছু জিনিস স্পোর্টসের থেকেও বড়। দেশ সবার আগে, ব্যবসা পরে।' এবার ভারতের কিংবদন্তিরা ম্যাচ খেলতে বেঁকে বসায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারিও ভারত-পাকিস্তান ম্যাচের বিরুদ্ধে। এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। কিন্তু এই ম্যাচ চাইছেন না ভারতের প্রাক্তনী। তিনি মনে করেন, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করে দেওয়া উচিত। পাহেলগাঁওয়ে জঙ্গিহানার প্রসঙ্গ তোলেন বাংলার ক্রিকেটার। তিনি মনে করেন, যতদিন না দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি শান্ত হচ্ছে, এই ম্যাচ হওয়া উচিত নয়।
