আজকাল ওয়েবডেস্ক: ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ কি তবে ডেটিং করছেন?
আশা ভোঁসলের নাতনির সঙ্গে সিরাজের একটি ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। আর এই ছবি দেখে কৌতূহল বেড়ে যায় সবার। প্রশ্ন তোলেন তাঁরা। এই সুন্দরীর সঙ্গেই কি সম্পর্কে জড়িয়েছেন দেশের বিখ্যাত পেসার?
সিরাজকে নিয়ে প্রবল চর্চা শুরু হয়ে যাওয়ায় আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে নিজেই ধোঁয়াশা দূর করেন। জানিয়ে দেন, সিরাজকে তিনি 'মেরে পেয়ারে ভাইয়া' বলেন। অর্থাৎ তাঁর দাদা সিরাজ। ইনস্টাগ্রাম স্টোরিতে জানাই ভোঁসলে ভারতের তারকা পেসারকে মেনশন করেন। সিরাজও তাঁকে 'বেহেনা' অর্থাৎ বোন বলে সম্বোধন করেন। দু'জনের সম্পর্ক দাদা-বোনের।
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। তাঁর নাতনি জানাই ভোঁসলেও গায়িকা। তরুণী গায়িকা হিসেবে তাঁর সুনাম রয়েছে। তাঁর ২৩-তম জন্মদিনের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। একটি ছবিতে জানাইয়ের সঙ্গে সিরাজকেও দেখা যায়। আর সেই ছবি নিয়েই শুরু হয়ে যায় চর্চা।
নেটদুনিয়ার প্রবল কৌতূহল দমন করেন আশা ভোঁসলের নাতনি। পরে সিরাজও জানিয়ে দেন, দু'জনের সম্পর্কের কথা। সাম্প্রতিক কালে সিরাজকে নিয়ে সংবাদমাধ্যমে কালি খরচ হয়েছে প্রচুর। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। প্রাক্তন ক্রিকেটাররা হতবাক এমন সিদ্ধান্তে। রোহিত শর্মা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন বল পুরনো হতে শুরু করলে কার্যকারিতাও কমতে থাকে সিরাজের। ফলে সিরাজ বাদ। কিন্তু ওয়ানডে ফরম্যাটে গত দু'বছরে সিরাজই দেশের মধ্যে সবচেয়ে সফল পেসার।
দল নির্বাচনী সভায় নির্বাচকরা ভুলে গেলেন সিরাজের অবদান। চ্যাম্পিয়ন্স ট্রফির দল গড়লেন সিরাজকে বাইরে রেখেই।
