আজকাল ওয়েবডেস্ক: প্রথম টেস্টে হার। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় শিবির। দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনা হবে। জশপ্রীত বুমরাহকে নিয়ে রয়েছে প্রশ্ন। তিনি কি খেলবেন? নাকি তাঁকে বিশ্রাম দেওয়া হবে? তা নিয়ে চলছে ধন্দ। 

এদিকে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতে ইঙ্গিত দিয়েছেন, দু'জন স্পিনারকে খেলানো হতে পারে প্রথম একাদশে। কুলদীপ যাদবের সঙ্গে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে। যদি রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়, তাহলে কুলদীপ ও ওয়াশিংটনকে খেলানো হতে পারে। 

দুশখ্যাতে বলছেন, ''দু'জন স্পিনারকে খেলানোর সম্ভাবনা প্রবল। তবে কোন দু'জন খেলবে সেটা স্থির নয়। ওয়াশির ব্যাটিংয়ের হাত ভাল। তবে কোন কম্বিনেশন হবে সেটা এখনও স্থির নয়।'' 

দুশখ্যাতে আরও জানান, নীতীশ কুমার রেড্ডি দলে ঢুকতে পারেন শার্দূল ঠাকুরের পরিবর্তে। প্রথম টেস্ট ম্যাচ শার্দূল খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। 

এদিকে সিরিজে পিছিয়ে থাকা ভারতের সমস্যা বাড়াচ্ছেন জশপ্রীত বুমরাহ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে  পাঁচ-পাঁচটি উইকেট নেন তিনি। দ্বিতীয় টেস্টে বুমরাহ না থাকার অর্থ ভারতের বোলিং বিভাগে দুর্বলতা।