আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার কাছে বিপর্যস্ত হওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ভারতের এসেছে নিউজিল্যান্ড। লাল বলের ক্রিকেটে টানা ব্যর্থতার অধিনায়ক বদল হয়েছে। সরে গিয়েছেন টিম সাউদি। টেস্ট দলের নতুন অধিনায়ক টম লাথাম। ভারতের পিচের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার গুরুত্বের কথা জানান নিউজিল্যান্ডের নেতা। লাথাম বলেন, 'এমন পিচে সাধারণত স্পিনারদের নিয়েই ভাবা হয়। তবে ওদের সিম আক্রমণও ভাল। বুমরা, সিরাজ, আকাশ দীপ আছে, যারা বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট খেলেছিল। দলে ভারসাম্য রয়েছে। ভারতে পরিবেশ এবং পরিস্থিতি আলাদা। গলে বোলাররা উইকেট থেকে কোনও সাহায্য পায়নি। কিন্তু আশা করছি এখানে পরিস্থিতি ভিন্ন হবে।' ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে সবচেয়ে সফল দল টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে রোহিতদের বিরুদ্ধে খেলা যে সহজ নয় সেটা ভাল করেই জানেন কিউয়ি নেতা। ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মানসিক দৃঢ়তা এবং হার না মানা মনোভাবের ওপর জোর দিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক। লাথাম বলেন, 'ব্যাটিংয়ের ক্ষেত্রে ওদের একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা অনায়াসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। আমরা অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেব।'
শেষ কয়েকটা টেস্টে ভাল রেজাল্ট না পেলেও ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী কিউয়িদের নতুন অধিনায়ক। নিজের অধিনায়কত্ব নিয়েও উৎসাহী তিনি। লাথাম বলেন, 'এই জায়গায় থাকা আমার কাছে সম্মানের। তবে আমি অধিনায়ক থাকি বা না থাকি, আমি নিজের ভূমিকা পালন করার চেষ্টা করছি। অধিনায়ক হওয়াতে সেটা বদলাবে না।' উইলিয়ামসনের অনুপস্থিতিতে ডেভন কনওয়ে এবং উইল ইয়ং ভরসা। ওয়ান ডাউনে নামবেন ইয়ং। সব পজিশনে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। উইলিয়ামসনের চোট বড় ধাক্কা হলেও, লাথাম মনে করেন, এই সুযোগে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পাবে তরুণরা। তবে চোট সারিয়ে কেনের প্রত্যাবর্তনের অপেক্ষায় নিউজিল্যান্ডের নেতা। বুধবার থেকে বেঙ্গালুরুতে শুরু প্রথম টেস্টে।
