আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই দ্বিতীয় টেস্ট। কিন্তু তার আগেই বিপত্তি। আচমকা ভারতীয় ক্রিকেটারদের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। বার্মিংহ্যামের প্রাণকেন্দ্রে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তার কাছাকাছি সেন্টিনারি স্কোয়ারে একটি সন্দেহজনক প্যাকেজ পাওয়া যায়। বার্মিংহ্যাম সিটি সেন্টার পুলিশ সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করে। সবাইকে সতর্ক করা হয়। তারপরই ক্রিকেটারদের হোটেল থেকে বেরোতে বারণ করে দেওয়া হয়। বার্মিংহ্যাম সিটি সেন্টার পুলিশ নিজেদের এক্স হ্যান্ডেলে লেখে, 'বার্মিংহ্যাম সিটি সেন্টারে সেন্টিনারি স্কোয়ারে আমরা একটা সন্দেহজনক প্যাকেজ পেয়েছি। তার তদন্ত চলছে। দুপুর তিনটের একটু আগে আমাদের অ্যালার্ট করা হয়। একাধিক বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে। তাই অনুরোধ করব এই এলাকায় না আসার জন্য।' তবে ঘণ্টাখানেক পর কর্ডন তুলে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। 

সাধারণত প্লেয়াররা টিম হোটেলের কাছাকাছি এলাকায় ঘোরে। এদিনও একাধিক প্লেয়ারকে জনবহুল রাস্তায় দেখা যায়। দ্বিতীয় টেস্টের আগের দিন শুভমন গিল সহ আটজন প্লেয়ার ট্রেনিংয়ে যোগ দেয়। বাকি দশজনের ছুটি ছিল। এদিন ঐচ্ছিক প্র্যাকটিস রাখা হয়। এজবাস্টনে প্রত্যাবর্তনের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। যশপ্রীত বুমরার খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এদিন গিল জানান, চূড়ান্ত প্রস্তুতির পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দলে তিনটে পরিবর্তন আশা করা যাচ্ছে। বুমরা না খেললে টেস্ট অভিষেক হতে পারে অর্শদীপ সিংয়ের।‌এছাড়াও এজবাস্টনে দু'জন স্পিনার নিয়ে নামবে ভারত। সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব।