আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সামি সুস্থ। জানিয়ে দিয়েছেন দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তবে সিরিজের বাকি ম্যাচে সামিকে খেলানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন অধিনায়ক ও হেড কোচ। সামি দেশের হয়ে শেষ খেলেছিলেন ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। তারপর থেকেই চোটের কবলে ছিলেন। সুস্থ হয়ে দলে ফিরেছেন। এবার ব্যাটিং কোচ জানিয়ে দিলেন ম্যাচ খেলার মতো সুস্থ হয়ে উঠেছেন সামি।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টি২০ ম্যাচে সামি না খেলায় ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সীতাংশু কোটাক জানিয়ে দিলেন, ‘সামি ফিট। তবে ও খেলবে কিনা সে বিষয়ে জবাব দেওয়ার আমি কেউ নই।’ সামির ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যাটিং কোচ। তাঁর কথায়, ‘আগামী তিনটি ম্যাচ ও একদিনের সিরিজের জন্য সামির নাম মাথায় ঘুরছে। তবে হেড কোচ এবং অধিনায়ক সূর্য এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে ফিটনেস ইস্যু নয়। ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাই দেখতে হবে।’
প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে সামির গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল। গত নভেম্বরে তিনি বাংলার হয়ে রনজিতে মাঠে নামেন। কিন্তু বর্ডার গাভাসকার ট্রফিতে সামির খেলা হয়নি। কারণ পুরো সুস্থ তিনি হতে পারেননি। এরপর ইংল্যান্ড সিরিজের দলে সামিকে রাখা হয়। তবে প্রথম দুটো টি২০ ম্যাচে তাঁকে খেলানো হয়নি। এখন দেখার মঙ্গলবার তৃতীয় টি২০ ম্যাচে সামিকে প্রথম একাদশে রাখা হয় কিনা।
