আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ নিয়ে বিতর্কের মধ্যেই কিংবদন্তিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান সেমিফাইনালকে কেন্দ্র করে নতুন ঝামেলার সূত্রপাত। গ্রুপ পর্বের পর এবার শেষ চারেও পাকিস্তানের বিরুদ্ধে নামতে চাননি যুবরাজ সিং, হরভজন সিং, শিখর ধাওয়ানরা। পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দেয় তাঁরা। যার ফলে ওয়াকওভার পেয়ে সরাসরি ফাইনালে চলে যায় পাকিস্তানের কিংবদন্তিরা। যে ছন্দে ছিল ভারতীয় দল, অনায়াসেই ফাইনালে যেতে পারত। কিন্তু সেই নিয়ে কোনও আক্ষেপ নেই প্লেয়ারদের। খেলার থেকে দেশকে এগিয়ে রাখলেন যুবিরা। ভারতীয় দলের এক সদস্য বলেন, 'আমরা সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলছি না। আমাদের কাছে দেশ সবার আগে। তারপর সবকিছু। ভারতের জন্য সবকিছু করতে রাজি। আমরা ভারতীয় দলের গর্বিত সদস্য। ভারতীয় দলের পতাকা নিজেদের জার্সিতে তুলতে আমরা আপ্রাণ পরিশ্রম করেছি। আমরা কোনওভাবেই দেশকে নিচু করব না। যাই হোক না কেন। ভারত মার জয়।' 

ভারতীয় কিংবদন্তিরা স্পষ্ট জানিয়ে দেয়, দুই দল ফাইনালে মুখোমুখি হলেও, তাঁদের সিদ্ধান্ত একই থাকত। দলের এক সদস্য বলেন, 'আমরা যদি ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতাম, আমরা একই সিদ্ধান্ত নিতাম। আমরা ভারতীয়রা এই বিষয়ে একজোট।' ভারতীয় দল খেলতে বেঁকে বসায় পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। কিন্তু গ্রুপে একনম্বর স্থানে শেষ করায় ফাইনালের ছাড়পত্র অর্জন করে নেয় পাকিস্তান। এশিয়া কাপের সূচি ঘোষণার পর থেকেই সমালোচনার মুখে বিসিসিআই। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি। পরের রাউন্ডে গেলে আবার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকবে। পহেলগাঁও জঙ্গিহানার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। একটি সূত্র মারফত জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া এড়ানো যেত। কিন্তু সেটা করা হয়নি। কিন্তু লিজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। একাধিক ভারতীয় প্লেয়ার ম্যাচ খেলতে বেঁকে বসে। যার ফলে ম্যাচ বাতিল হয়ে যায়। এবারও একই পরিস্থিতি। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বেঁকে বসে ভারতীয় প্লেয়াররা। 

বাইশ গজে পাকিস্তানের মুখোমুখি হওয়ার বিরুদ্ধে মনোজ তিওয়ারি। ভারতের প্রাক্তনী মনে করেন, পরিস্থিতির উন্নতি না হওয়ায় পর্যন্ত ক্রিকেটে দুই দেশের মুখোমুখি হওয়া উচিত নয়। মনোজ বলেন, 'আমি ভারত-পাকিস্তান ম্যাচের বিরুদ্ধে। এই ম্যাচটা হওয়াই উচিত না। বিশেষ করে পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর। যেখানে সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। তারপর অপারেশন সিঁদুর হয়। তখন পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল। এখন কী করে আমরা ভারত-পাকিস্তান ম্যাচের কথা ভাবছি? আমার মনে হয়, এই নিয়ে আবার নতুন করে ভাবনা-চিন্তা করা উচিত। এই পরিস্থিতিতে কোনওভাবেই ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া উচিত নয়।' এশিয়া কাপে গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান এবং হংকং ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অভিযান শুরু ভারতের। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ। গ্রুপ পর্বের পর সুপার ফোর। দুই গ্রুপের সেরা দুই দল পরের রাউন্ডে যাবে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল।