আজকাল ওয়েবডেস্ক: পার্থে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের। টেস্ট অভিষেক হল নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানার। তবে সবচেয়ে বড় চমক বোধহয় স্পিন বিভাগে। অশ্বিন বা জাদেজা নন, প্রথম একাদশে সুযোগ পেলেন ওয়াশিংটন সুন্দর। কিউয়ি সিরিজে ভাল বোলিংয়ের পুরস্কার দেওয়া হল তাঁকে।
প্রথম একাদশে রয়েছেন দেবদত্ত পাডিক্কালও। এদিন যশস্বীর সঙ্গে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। শুরুতেই ফিরে যান যশস্বী। খাতা খুলতে পারেননি। তিনি মিচেল স্টার্কের শিকার। এরপর উইকেটে আসেন দেবদত্ত পাডিক্কাল। তিনিও শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন। তিনি হ্যাজলেউডের শিকার। এখন উইকেটে রয়েছেন বিরাট।
এদিকে টস জিতে ব্যাটিং নেওয়ার পর বুমরা বলেন, ‘উইকেটটা ভাল। তাই শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। দলের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী। ২০১৮ সালে এখানে খেলেছি। তাই কতটা প্রত্যাশা জানি। উইকেটে গতি রয়েছে। তাই নীতীশ রেড্ডির অভিষেক হল। চার পেসার ও এক স্পিনারে দল সাজানো হয়েছে।’ এদিকে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হল ন্যাথান ম্যাকসোয়ানির।
