আজকাল ওয়েবডেস্ক: ছ’বছর পর ইডেনে ফিরেছে টেস্ট ক্রিকেট। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টের পর ২০২৫ সালে ইডেনে বসেছে টেস্টের আসর। টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া।
ম্যাচ শুরুর আগে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে তা হল ইডেনের পিচ। ব়্যাঙ্ক টার্নার হবে নাকি দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে বল ঘুরবে নাকি স্পোর্টিং উইকেট হবে তা নিয়ে চলছিল জল্পনা।
কিন্তু ম্যাচের প্রথম দিনেই সব জল্পনার অবসান ঘটিয়ে দিলেন জসপ্রীত বুমরা একাই। টার্নিং উইকেট তো দূরের কথা, স্পিনারদের বেশি পরিশ্রমই করতে দিলেন না।
সাউথ আফ্রিকার প্রথম ইনিংসে একাই পাঁচ উইকেট নিয়ে ধসিয়ে দিলেন ব্যালান্সড প্রোটিয়া লাইন আপকে। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা তুলেছে ১৫৯।
ইডেনে প্রথম ইনিংসে পিচ যথেষ্ট ভাল। তবে কিছু বল নিচু হতে দেখা গিয়েছে, যার শিকার হয়েছে প্রোটিয়া ব্যাটাররা। তবে বলাই যায়, ঠিক লাইন লেন্থে বল করতে পারলে সুবিধা পাবে পেসার, স্পিনার দুই বিভাগই।
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম উইকেট পড়তেও বেশি সময় লাগেনি। ৫৭ রানের মাথায় প্রথম উইকেট পড়ে প্রোটিয়াদের। রায়ান রিকলটন(২৩) মেরে খেলতে শুরু করেছিলেন।
দুর্দান্ত ডেলিভারিতে তাঁর স্টাম্প ছিটকে দেন বুমরা। মার্করামও ফেরেন তার পরপরেই (৩১)। বল একটু পুরনো হলে কুলদীপ যাদবকে একদিক থেকে বল করাচ্ছিলেন গিল।
আর সেই পরিকল্পনার ফল মিলল হাতেনাতেই। তাঁর বলেই লেগ স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা(৩)। মিডল অর্ডার থেকে বেশির ভাগ উইকেটই নিলেন পেসাররা।
টনি ডি জর্জিকে ফেরালেন বুমরা(২৪)। এক ওভারে দুটি দুর্দান্ত ডেলিভারিতে দুই উইকেট নিয়ে সিরাজ ফেরালেন কাইল ভারানে এবং মার্কো জেনসেনকে। কর্বিন বস্চকে এলবিডব্লিউতে ফেরান অক্ষর।
বাকি থাকা দুই উইকেট নিয়ে কফিনে শেষ পেরেক পোঁতেন বুমরাই। আউট করেন হার্মার এবং কেশব মহারাজকে। ১৪ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন ভারতের তারকা পেসার।
চোটের জন্য দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে নেই কাগিসো রাবাদা। যা প্রোটিয়াদের কাছে বড় ধাক্কা। এদিকে, চার স্পিনারে খেলছে ভারত। চার মাস পর টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ। রয়েছেন ধ্রুব জুরেলও। তবে প্রথম একাদশে জায়গা হয়নি সাই সুদর্শনের।
বদলে এসেছেন ওয়াশিংটন সুন্দর। ভারতের প্রথম একাদশ এরকম: যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে অসন্তোষ ছিল গৌতম গম্ভীরের। প্রথম দিন থেকেই বল ঘুরবে এমন পিচ চেয়েও পাননি তিনি। শুভমান গিল বৃহস্পতিবার জানান, পিচ ঠিক মতো বুঝতে পারছেন না।
তার মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য প্রথম একাদশ বেছে নিল ভারতীয় শিবির। আর প্রথম একাদশ থাকলেন চার স্পিনার। ফলে জায়গা হল না সাই সুদর্শন কিংবা আকাশদীপের।
