আজকাল ওয়েবডেস্ক: ভারতকে ইতিহাস গড়ে প্রথম মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ জেতানোর পরও টিম অফ দ্য টুর্নামেন্টে জায়গা পেলেন না অধিনায়ক হরমনপ্রীত কৌর।

মঙ্গলবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) ঘোষিত মহিলা বিশ্বকাপের সেরা একাদশে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার লরা উলফার্টকে। এবারের বিশ্বকাপে সেরা ফর্মে ছিলেন তিনি। সেমিফাইনাল এবং ফাইনালে শতরান করেছেন।

এমনকি, ফাইনালে ভারতের বিরুদ্ধে উলফার্ট যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ সম্পূর্ণভাবে ম্যাচে ছিল প্রোটিয়ারা। এই দলে ভারতের তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগেজ এবং দীপ্তি শর্মা।

স্মৃতি মান্ধানা চলতি বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রহ করেছেন। তাঁকে রাখা হয়েছে ওপেনিং ব্যাটার হিসেবে উলফার্টের সঙ্গে। মান্ধানা পুরো টুর্নামেন্টে ৪৩৪ রান করেছেন ৫৪.২৫ গড়ে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলফার্ট রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন ৫৭১ রান নিয়ে, গড় ৭১.৩৭, এবং সেমিফাইনাল ও ফাইনালে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন।

তৃতীয় স্থানে ব্যাট করতে দেখা যাবে জেমিমা রড্রিগেজকে, যিনি ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন। অলরাউন্ডার দীপ্তি শর্মা ছিলেন একেবারে অটোম্যাটিক চয়েস।

ব্যাটে ২১৫ রান এবং বল হাতে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন তিনি। বিশেষ করে সেমিফাইনালে তাঁর অতিমানবিক ইনিংস গোটা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছে।

তবে অবাক করার মতো বিষয় যে এই সেরা একাদশ থেকে বাদ পড়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। যদিও তিনি ২৬০ রান করেছেন এবং তাঁর নেতৃত্বেই ভারত প্রথমবারের মতো মহিলাদের বিশ্বকাপ জয় করেছে।

চাপের মুহূর্তে তাঁর ঠান্ডা মাথার সিদ্ধান্তই এনে দিয়েছিল ঐতিহাসিক জয়। উল্লেখ্য, এই টিম নির্বাচন করেছেন আইসিসির প্যানেলের সদস্যরা।

এই তালিকায় রয়েছেন ইয়ান বিশপ, মেল জোন্স, ইশা গুহ, আইসিসি ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং সাংবাদিক প্রতিনিধি এস্টেল বাসুদেবন।

টিম অফ দ্য টুর্নামেন্টে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আধিপত্য স্পষ্ট। তিনটি দেশ থেকেই তিনজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন।

পাকিস্তানের সিদ্রা নওয়াজকে রাখা হয়েছে উইকেটকিপার হিসেবে, ভারতের রিচা ঘোষকে পিছনে ফেলে। তিনিই দলের একমাত্র পাকিস্তানি খেলোয়াড়।

বিশ্বকাপের সেরা একাদশ: স্মৃতি মান্ধানা (ভারত), লরা উলফার্ট (দক্ষিণ আফ্রিকা) (অধিনায়ক), জেমিমা রড্রিগেজ (ভারত), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া), দীপ্তি শর্মা (ভারত), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নাদিন ডি ক্লার্ক (দ. আফ্রিকা), সিদরা নওয়াজ (পাকিস্তান) (উইকেটকিপার), অ্যালানা কিং (অস্ট্রেলিয়া)।

দ্বাদশ খেলোয়াড়: সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড)