আজকাল ওয়েবডেস্ক: ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে বহিষ্কারের দাবি জানিয়েছিল পাকিস্তান দল। তা না হলে এশিয়া কাপে আরব আমিরশাহি ম্যাচ না খেলার ‘হুমকি’ দিয়েছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানের এই দাবিকে পাত্তা দিল না আইসিসি। সূত্রের খবর পাইক্রফ্টকে আইসিসির তরফেই দায়িত্ব দেওয়া হয়েছে, তাই তাঁর প্রতি আস্থা রাখবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আম্পায়ারকে বরখাস্ত করার ঘটনাও খুবই বিরল।
পাইক্রফ্টকে ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত রবিবারের ভারত–পাক ম্যাচে। রবিবার ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর পিসিবি থেকে বিবৃতি জারি করে বলা হয়, ‘টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। সূর্যকুমারকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল।’ এই অভিযোগ পাওয়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান তথা পাক মন্ত্রী মহসিন নকভি বলেন, ‘ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করার অভিযোগ এনেছে পিসিবি। অবিলম্বে ম্যাচ রেফারিকে সরানোর দাবি জানিয়েছে তারা।’
আরও পড়ুন: এশিয়া কাপে আর খেলবে না পাকিস্তান! দিল বড় হুমকি
তবে এই অভিযোগের ভিত্তিতে নকভির নেতৃত্বাধীন এসিসি ভারতের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি। গোটা ঘটনা নিয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টও কিছু বলেননি। এমন ‘নীরবতা’ দেখে ‘রেগে গিয়ে’ পাকিস্তান জানিয়ে দেয়, পাইক্রফ্টকে না সরালে তারা পরের ম্যাচ বয়কট করবে। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ রয়েছে। অর্থাৎ সেই ম্যাচে খেলবেন না সলমনরা। কিন্তু পাক দলের দাবি থাকলেও পাইক্রফ্টকে সরানোর কথা ভাবছেই না আইসিসি। ২০০৯ সাল থেকে আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলে রয়েছেন পাইক্রফ্ট। একাধিক ম্যাচে নিজের দায়িত্ব পালন করেছেন। তাই পাইক্রফটকে সরানো হবে না, আপাতত এই সিদ্ধান্তেই অনড় আইসিসি। তেমনটা হলে কি বয়কটের সিদ্ধান্ত বহাল রাখবে পাকিস্তানও? যদি সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে না খেলেন শাহিনরা, তাহলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হবে তাঁদের। সবমিলিয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই উত্তেজক হয়ে উঠছে এশিয়া কাপ।
এমনিতেই ম্যাচ শেষে সূর্যরা হাত মেলাননি পাক ক্রিকেটারদের সঙ্গে। যা নিয়ে বিতর্ক হচ্ছে। তবে এটা ঘটনা, শুধু পাকিস্তান ক্রিকেটাররা নন, খেলা শেষে আরও দু’জনের দিকে তাকাননি সূর্যকুমার যাদবরা। পাক ক্রিকেটারদের পাশাপাশি আরও দু’জনের সঙ্গে হাত মেলাননি তাঁরা। সেই দু’জন হলেন ভারত–পাকিস্তান ম্যাচের দায়িত্বে থাকা দুই আম্পায়ার।
ভারত–পাকিস্তান ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান ও শ্রীলঙ্কার আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে। পাকিস্তানকে হারিয়ে সোজা সাজঘরের দিকে হাঁটতে থাকেন সূর্যকুমার ও শিবম দুবে। পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি তাঁরা। এমনকি, আম্পায়ারদের সঙ্গেও হাত না মিলিয়েই সাজঘরে ফিরে যান ভারতের দুই ক্রিকেটার।
এটা ঘটনা, ক্রিকেটে খেলা শেষে সাধারণত দু’দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলান। ম্যাচের আম্পায়ারদের সঙ্গেও হাত মেলান তাঁরা। দুই দলের কোচ, সাপোর্ট স্টাফরাও মাঠে নেমে একে অপরের সঙ্গে হাত মেলান। এটাই খেলোয়াড়ি মানসিকতা। কিন্তু ভারত–পাকিস্তান ম্যাচে সেই ছবি উধাও ছিল।
