আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদের গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া। এই আলোচনার মাঝেই চাহালের সঙ্গে আরজে মহভাশের একটি ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে। যা বিচ্ছেদের গুজবকে আরও উসকে দেয়। তবে মহভাশ এই জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। সেই জল্পনা আরও গভীর হল রবিবার। দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একসঙ্গে দেখা গেল চাহাল এবং মহভাশকে। তাঁরা আদৌ কোনও সম্পর্কে রয়েছে তা নিয়ে নতুন কৌতুহলের জন্ম হয়েছে নেটিজেনদের মধ্যে। তবে মহভাশ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘কিছু প্রতিবেদন ও গুজব ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
সত্যি বলতে, এই গুজবগুলো কতটা ভিত্তিহীন তা দেখে হাসি পাচ্ছে। যদি বিপরীত লিঙ্গের কারও সঙ্গে আপনাকে দেখা যায়, তবে কি এর মানে আপনাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে? আমরা কোন যুগে বাস করছি?’ তিনি আরও বলেন, ‘গত ২-৩ দিন ধরে আমি ধৈর্য ধরে আছি, কিন্তু আমি আর চুপ করে থাকতে পারব না। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে আমার নাম জড়িয়ে অন্য কারোর ভাবমূর্তি ঠিক করার চেষ্টা করছে। কঠিন সময়ে মানুষ যেন তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে শান্তিতে থাকতে পারে, সেটাই কাম্য’। তবে চাহাল এবং ধনশ্রী ভার্মা এখনও সরকারিভাবে বিচ্ছেদের ঘোষণা করেননি। তবে দু’জনের সম্পর্ক ঘিরে একাধিক গুজব ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে।
