আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অব্যবহিত পরেই ক্রিকেটবিশ্বকে চমকে দিয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন,টি-টোয়েন্টি ফরম্যাটে আর নয়।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরই কি নিজের ওয়ানডে কেরিয়ার থামিয়ে দেবেন রোহিত শর্মা? ফাইনালের বল গড়ানোর আগে থেকেই এমন চর্চা শুরু হয়ে গিয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন শুভমান গিল। তাঁকেও এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরেই ওয়ানডে থেকে সরে যাচ্ছেন ভারত অধিনায়ক? জবাবে গিল বলেন, ''এখনও পর্যন্ত এ বিষয় নিয়ে আমাদের কোনও আলোচনাই হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে দলের মধ্যে কোনও কথা হয়নি। রোহিত-ভাইও তা নিয়ে খুব একটা ভাবছে বলে মনে হয় না। ফাইনাল ম্যাচ শেষ হলে হয়তো সিদ্ধান্ত নেবেন।''
হিটম্যানকে নিয়ে গিল কিছু বললেন না, আবার অনেক কিছু বলেও দিলেন। গিল বললেন, ম্যাচের শেষে হয়তো সিদ্ধান্ত নেবেন রোহিত। আর গিলের এই মন্তব্যকে কেন্দ্র করে চর্চাও হল। তবে কি ফাইনাল শেষ হলেই নিজের ভবিষ্যৎ নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিয়ে দেবেন রোহিত? অপেক্ষার আর কয়েক ঘণ্টা।
