আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নাকি বাড়তি সুবিধা পাচ্ছে। দুবাইয়ে খেলে যাওয়ার সুবিধা নিচ্ছে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়ানোর পর থেকেই এই বিতর্ক ছড়িয়ে পড়ে ক্রিকেটবিশ্বে। রবিবারের মেগা ফাইনালের আগে ফের বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। দুবাই ক্রিকেট স্টেডিয়াম ভারতের ‘নতুন ঘরের মাঠ’-এ পর্যবসিত হয়েছে বলে মন্তব্য করেছেন ভন।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল অনুসৃত হচ্ছে। পাকিস্তানেপ ম্যাচগুলো পাক মুলুকেই হচ্ছে। ভারত খেলছে দুবাইয়ে। একই ভেন্যুতে খেলছে ভারত। একই হোটেলে থাকছে। এই সুযোগ রোহিত শর্মার দল পাচ্ছে বলে অভিযোগ।
সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যাওয়ার পর অতিরিক্ত ভ্রমণ নিয়ে বিরক্তি প্রকাশ করেন দক্ষিণ আফ্রিকার তারকা ডেভিড মিলারও। সরাসরি তিনি বলেন, ফাইনালে নিউজিল্যান্ডকেই তিনি সমর্থন করবেন।
রবিবাসরীয় ফাইনালের আগে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল মাইকেল ভনকে। গোবিন্দ শর্মা নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই প্রশ্ন করেছিলেন। তাঁর প্রশ্নের উত্তরে ভন লেখেন, ''ভারত তাদের নতুন ঘরের মাঠে খেতাব জিতবে।''
