আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে যুদ্ধকালীন তৎপরতার পিচে ফিনিশিং টাচ চলছে। ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের পর থেকেই পিচের কাজ শুরু হয়ে গিয়েছে। মাঠকর্মীরা উইকেটে জল দিয়ে সেন্টার উইকেটের দুই প্রান্তে মার্কার পোঁতে। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচে সেন্টার উইকেট ব্যবহার করা হয়েছিল। একই পিচ রবিবারের ফাইনালে ব্যবহার করা হবে। অনেকেই হয়তো ব্যবহৃত পিচে হাইভোল্টেজ ফাইনাল হওয়া নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু মাঝে দুই সপ্তাহ কেটে গিয়েছে। একটি নির্দিষ্ট পদ্ধতিতে বেছে নেওয়া হয়েছে ফাইনালের পিচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচের জন্য চারটে পিচ ব্যবহার করা হয়েছে। নিয়ম অনুযায়ী একই উইকেট দ্বিতীয়বার ব্যবহারের আগে দুই সপ্তাহ বিশ্রাম দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। 

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি হাতে পাওয়া মাত্র এইভাবে পরিকল্পনা করতে শুরু করে এমিরেটস বোর্ড। এমনকী আইএলটি-২০ চলাকালীনই প্ল্যান সাজিয়ে ফেলা হয়। এমিরেটস ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবহার করা প্রত্যেক পিচ অন্তত দু'সপ্তাহ বিশ্রাম পেয়েছে। এমনকী আইএলটি-২০ চলাকালীন ভারত-বাংলাদেশ ম্যাচে ব্যবহৃত পিচ সেই টুর্নামেন্টে কাজে লাগানো হয়নি। সব ম্যাচের ক্ষেত্রে একই নিয়ম মানা হয়েছে। আইএলটি-২০ চলছিল যখন, তখনও মাঠকর্মীদের মাথায় চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল। শুধু পিচ নয়, আউটফিল্ডকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। তাই এত ক্রিকেট হওয়ার পরও মাঠ সবুজই আছে।' গত কয়েকদিন ধরে দুবাইয়ে গরম বেড়েছে। রাতেও যথেষ্ঠ গরম থাকছে। টুর্নামেন্ট শুরুর সময়ের থেকে বেশি। আবহাওয়ার একটা প্রভাব পড়বে। ভারত-পাকিস্তান ম্যাচের থেকেও বেশি মন্থর হতে পারে দুবাইয়ের পিচ।