আজকাল ওয়েবডেস্ক: রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। দুই দলই ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। ম্যাচটি 'গ্রুপ এ'-র নিয়মরক্ষার ম্যাচ। অন্যদিকে, 'গ্রুপ বি' থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল কোনটি হবে তা নির্ধারিত হবে শনিবার দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের ম্যাচটির পর। যদিও প্রোটিয়াসদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রবল। ক্ষীণ আশা রয়েছে আফগানিস্তানেরও।

রবিবার, ২ মার্চ দুবাইয়ে টুর্নামেন্টের শেষ লিগ পর্বের ম্যাচ খেলবে ভারত এবং নিউজিল্যান্ড। যদিও উভয় দলই যোগ্যতা অর্জন করেছে, তাদের ম্যাচই নির্ধারণ করবে গ্রুপে কে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করবে। গ্রুপ বি-এর একটি দলের সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হবেন রোহিত শর্মারা। অস্ট্রেলিয়া ইতিমধ্যে সেমিতে পৌঁছে যাওয়ায় তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের। নকআউট পর্বে ভারতের পারফরম্যান্স নিয়ে চিন্তিত সমর্থকরা। 

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কীভাবে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া এড়াতে পারে?

১. যদি দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারায় অথবা ম্যাচটি ভেস্তে যায়: এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা গ্রুপের শীর্ষস্থান দখল করবে এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থান অর্জন করবে। অতএব, নিউজিল্যান্ডকে হারাতে পারলে ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। যদি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল তাদের ম্যাচটি হেরে যায়, তবে প্রোটিয়াদের মুখোমুখি হতে হবে।

২. যদি ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারায়: এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া গ্রুপের শীর্ষে থাকবে এবং দক্ষিণ আফ্রিকা অথবা আফগানিস্তানের মধ্যে যে কোনও একটি দল গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করবে। ভারত যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করে, তাহলে তারা গ্রুপ বি-র দ্বিতীয় স্থানাধিকারী দলের মুখোমুখি হবে এবং ট্রান্স-ট্রাসম্যান প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এক অপরের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে।

৩. যদি ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়: এই ক্ষেত্রে ভারত নিউজিল্যান্ডের তুলনায় নেট রান রেটের (এনআরআর) ভিত্তিতে গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করবে। অতএব, ভারতকে আশা করতে হবে যে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারাবে।

গ্রুপ এ-তে প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। দু'টি ম্যাচ খেলে দু'টিতেই জিতেছেন কেন উইলিয়ামসরা। এনআরআর +০.৮৬৩। ভারতও দু'টি ম্যাচ জিতেছে। এনআরআর +০.৬৪৭। চার পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তিনটি ম্যাচে একটি জয় এবং দু'টিতে কোনও ফলাফল মেলেনি। এনআরআর +০.৪৭৫। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দু'টি ম্যাচে একটিতে জয় এবং একটির কোনও ফলাফল মেলেনি। এনআরআর +২.৪১৫। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। তিনটি ম্যাচে একটিতে জয়, একটিতে হার এবং একটিতে কোনও ফলাফল মেলেনি। এনআরআর -০.৯৯০।