আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জিতে যাওয়ায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে। প্রতিযোগিতার শেষ দল হিসেবে বিদায় নিল আফগানরা। হাসমতুল্লাহ শাহিদি নেতৃত্বাধীন আফগানিস্তান শুরুতে ভাল জায়গায় ছিল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছিল তারা। কিন্তু শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পয়েন্ট নষ্ট হয়। ফলে তাদের ভাগ্য নির্ভর করছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফলের ওপর। আফগানিস্তানকে সেমিফাইনালে পৌঁছাতে হলে দক্ষিণ আফ্রিকাকে ইংল্যান্ডের কাছে কমপক্ষে ২০৭ রানে হারতে হত প্রথমে ব্যাট করলে।

 

রান তাড়া করার প্রসঙ্গে ইংল্যান্ডকে ৩০০+ রান তাড়া করতে হতো মাত্র ১১.১ ওভারের মধ্যে। কিন্তু এদিন ইংল্যান্ড মাত্র ১৭৯ রানে অলআউট হয়ে যায়। যে কারণে দক্ষিণ আফ্রিকা সহজেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের টিকিট পাকা করল দক্ষিণ আফ্রিকা। ২০২৩ সালে ভারতে একদিনের ক্রিকেটের বিশ্বকাপে যারা শেষ চারে উঠেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নক আউট খেলতে যাবে তাদেরই। অর্থাৎ শেষ চারে উঠেছে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। তবে কাদের সঙ্গে কাদের খেলা পড়বে তা এখনও পরিষ্কার নয়।

 

গ্রুপ বি-তে এক নম্বরে রয়েছে প্রোটিয়ারা এবং দ্বিতীয় স্থানে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। নক আউটের খেলা পুরোটাই নির্ভর করছে রবিবারের ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের ওপর। ভারত জিতলে রোহিত শর্মারা খেলবেন অজিদের বিরুদ্ধে। অন্যদিকে, নিউজিল্যান্ডের কাছে রবিবার হেরে গেল সেমিফাইনালে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ২০২৩ সালের বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু আহমেদাবাদে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী হবে এখন সেদিকেই নজর সকলের।