আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার মধ্যেও রয়েছে আরও একটি ছোট্ট টিম ইন্ডিয়া। ব্যাপারটা কীরকম? মাঠে ১১ জন এক হয়ে লড়লেও মাঠের বাইরে আরও একটা দল তৈরি হয়ে যায়। তাদের কাজ হল হোটেলে ফিরে প্লে–স্টেশনে ‘ফিফা’ (ভিডিও গেম) খেলা। সেই দল চেয়েছিল জসপ্রীত বুমরাহকে নিজেদের দিকে টানতে। তার জন্য তাঁকে নাকি ‘হুমকি’ পর্যন্ত দিয়েছিলেন সতীর্থরা। সে কথা ফাঁস করেছেন চেতেশ্বর পুজারা। ২০১৮ সালে ইংল্যান্ড সফরের সময় সেই ঘটনা ঘটেছিল।
পুজারা নিজেই অবশ্য সেই দলে ছিলেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে চেতেশ্বর পুজারা বলেছেন, ‘আমাদের একটা দল ছিল। সেই দলে আমি, শুভমন গিল, ঋষভ পন্থ ও ঋদ্ধিমান সাহা ছিলাম। আমরা সফর চলাকালীন প্লে–স্টেশনে ফিফা খেলতাম। আমরা বুমরাহকে বলেছিলাম, আমাদের সঙ্গে খেলতে। কিন্তু ও রাজি হচ্ছিল না। তখন আমরা ওকে হুমকি দিয়েছিলাম। বলেছিলাম, তোমার বলে একটাও ক্যাচ ধরব না। তারপর ও রাজি হয়েছিল।’ যদিও তাঁদের সঙ্গে ভিডিও গেম খেললেও বুমরাহ খুব একটা সাবলীল ছিলেন না। তাঁকে সাহায্য করতে হত বলে জানিয়েছেন চেতেশ্বর পুজারা।
আরও পড়ুন: লেজেন্ডস লিগে ভারত–পাক ম্যাচ বাতিল হলেই ভারতীয় ক্রীড়াবিদদের কড়া আক্রমণ এই প্রাক্তন পাক ক্রিকেটারের
প্রসঙ্গত, মাঠে তিনি যতটা ভয়ঙ্কর বল হাতে। মাঠের বাইরে ততটাই শান্ত থাকেন বুমরা। বিশেষ কথা বলেন না। কানে হেডফোন গুঁজে নিজের মধ্যেই থাকেন। দলে ঢোকার পর থেকে বুমরাহকে এ ভাবেই দেখেছেন পুজারা। সেই কারণেই তাঁরা ঠিক করেছিলেন ভারতীয় পেসারকে তাঁদের ভিডিও গেমের দলে ঢোকাতে হবে। তবে সেটা করতে গিয়ে ‘হুমকি’ পর্যন্ত দিতে হয়েছিল তাঁদের।
পুজারা অবসর না নিলেও দীর্ঘ দিন ভারতীয় দলে সুযোগ পান না। চলতি ইংল্যান্ড সফরে তিনি ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন। মাঝেমধ্যেই মাঠে ভারতীয় ক্রিকেটারদের সাক্ষাৎকারও নিচ্ছেন। তার মধ্যে কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে বুমরাহ, পন্থ, শুভমনরা রয়েছেন। পন্থের সঙ্গে কথা বলার সময়ও ভিডিও গেমের কথা ওঠে। পন্থ পুজারাকে জিজ্ঞাসা করেন যে তিনি এখন কতটা ভিডিও গেম খেলছেন। জবাবে পুজারা জানান, এখনও খেলেন। তবে সকলের সঙ্গে মিলে হোটেলে যে ভাবে মজা করে খেলতেন তার অভাব ভীষণভাবেই বোধ করেন তিনি।
এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। দলে ফেরানো হয়েছে লিয়াম ডসনকে। শোয়েব বশির চোটের জন্য সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে স্পিনার হিসেবে ডসনকে প্রথম একাদশে জায়গা দিল ইংল্যান্ড। বুধবার থেকে শুরু হবে ম্যাঞ্চেস্টার টেস্ট। তাঁর দু’দিন আগে প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড। প্রথম একাদশে এই একটিই মাত্র বদল হয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালে নটিংহ্যামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলেছিলেন ডসন। আবার তিনি টেস্ট দলে ফিরলেন। ডসনের অভিষেক হয়েছিল ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে। এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন ডসন। সাতটি উইকেট নিয়েছেন এবং ৮৪ রান করেছেন। সেই ক্রিকেটারই খেলবেন ম্যাঞ্চেস্টার টেস্ট।
