আজকাল ওয়েবডেস্ক: ডুরান্ড কাপের ডার্বি দেখার জন্য হয়ত নক আউট পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে না মোহনবাগান-ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের সূচির প্রাথমিক খসড়া ফাঁস হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করা যায়নি। ডুরান্ড কর্তৃপক্ষের দাবি, তাঁরা এখনও চূড়ান্ত সূচি প্রকাশিত করেনি। সূচিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সূচি অনুযায়ী, এবার আলাদা গ্রুপে কলকাতার দুই প্রধান। গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল। বি-তে মোহনবাগান এবং মহমেডান।‌ সুতরাং নক আউট পর্বের আগে মুখোমুখি হওয়ায় সম্ভাবনা নেই ইস্ট-মোহনের। ২৩ জুলাই ডুরান্ড কাপ শুরু। ২৩ আগস্ট কলকাতায় ফাইনাল। ১৯ এবং ২০ আগস্ট দুটো সেমিফাইনাল। শিলং এবং কলকাতায় অনুষ্ঠিত হবে। 

আইএসএলের ছয় ক্লাব আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে। ডুরান্ড খেলতে আগ্রহী নয় মোহনবাগানও। ক্লাবের পক্ষ থেকে একাধিক শর্ত দেওয়া হয়েছে। ডুরান্ড কমিটি সেগুলো মানলে, তবেই খেলবে মোহনবাগান। কিন্তু আইএসএল চ্যাম্পিয়নদের ধরেই প্রাথমিক সূচি করা হয়েছে। ২৩ জুলাই সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের। উদ্বোধনী অনুষ্ঠানের পর যুবভারতীতে বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচ শুরু। ২৮ জুলাই মহমেডান‌ স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধে সাতটায় শুরু খেলা। ৩১ জুলাই মহমেডানের বিরুদ্ধে মিনি ডার্বি দিয়ে যাত্রা শুরু মোহনবাগানের। কিশোর ভারতীতে বিকেল চারটেয় খেলা। সূচির খসড়া অনুযায়ী দুটো বিদেশি দল অংশ নেবে। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে একটি গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফ্ল্যাগ অফ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।