আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপ্রত্যাশিত অবসরের পর একটি অদ্ভুত দাবি করে বসলেন হেনরিচ ক্লাসেন। আকস্মিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে সবাইকে চমকে দেন প্রোটিয়া তারকা। চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন। কিন্তু তাঁকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে ক্লাসেন জানান, তাঁর মাথা কাজ করছিল না। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা উপভোগ করছিলেন না তিনি। ক্লাসেন বলেন, 'বেশ কিছুদিন ধরে আমার মনে হচ্ছিল, আমি নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত ছিলাম না। উপভোগ করছি না। দলের হার-জিত নিয়েও আমার কোনও আগ্রহ ছিল না। সেটা ভুল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমি এই নিয়ে রবের সঙ্গে দীর্ঘ আলোচনা করি। আমি ওকে জানাই, আমার সঙ্গে যা হচ্ছে, সেটা ভাল লাগছে না।'

প্রোটিয়া তারকা জানান, অন্তত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চেয়েছিলেন। কিন্তু হেড কোচ রব ওয়াল্টার পদত্যাগ করার পর সিদ্ধান্ত বদলে ফেলেন। ক্লাসেন বলেন, 'আমরা একে অপরের সঙ্গে কথা বলি। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত প্ল্যান করে ফেলেছিলাম। কিন্তু উনি কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর, আমার সিদ্ধান্ত আরও সহজ হয়ে যায়।' আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর, পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনায় প্রোটিয়া তারকা। আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন ক্লাসেন। মেজর লিগ ক্রিকেট এবং দ্য হানড্রেডে খেলবেন তিনি। শোনা যাচ্ছে, এই দুটো টুর্নামেন্টে খেলতে গিয়ে ত্রিদেশীয় সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের টুর্নামেন্টে পাওয়া যেত না তাঁকে। এটাই বোর্ডের সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি করে।