আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন তিনি। ফাইনালে পৌঁছনোর আরও একটা সুযোগ পাচ্ছেন তিনি। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতলেই তাঁর দল পৌঁছে যাবে আইপিএলের ফাইনালে। তিনি শ্রেয়স আইয়ার। 

দুর্দান্ত খেলার পরেও ইংল্যান্ড সফরে তিনি ডাক পাননি। অজিত আগরকর বলেছেন, এই দলে তাঁর জায়গা নেই। তাঁর টেকিনকেও ত্রুটি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান। 

শ্রেয়স আইয়ারকে পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা মন্টি পানেসর। তিনি বলেছেন, ''পাটা উইকেট ও বাউন্সি পিচের জন্য শ্রেয়স আইয়ারের টেকনিক ভাল। কিন্তু যেখানে বল সুইং করে, সেই পিচে খেলার মতো টেকনিক এখনও ভাল করে রপ্ত করতে পারেনি। এই মুহূর্তে সুইং কন্ডিশনের জন্য শ্রেয়সের কথা ওরা  ভাবেনি। তবে জাতীয় দলের হয়ে খেলতেই পারে শ্রেয়স। তার জন্য কাউন্টি ক্রিকেট খেলা দরকার। কাউন্টিতে খেললে সুইং বলের মোকাবিলা কীভাবে করতে হয়, তা রপ্ত করে ফেলবে শ্রেয়স।'' 

এখানেই শেষ নয়। পানেসর আরও বলেন, ''টেস্ট ক্রিকেট খেলার ব্যাপারে ও যদি সিরিয়াস হয়, তাহলে কাউন্টিতে এক আধ মরশুম খেলে আসতে পারে। নির্বাচকদের প্রমাণ করতে পারবে সুইং বল খেলার মতো টেকনিক রয়েছে আমার।''